মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সম্প্রতি মেটার কানেক্ট ইভেন্টে একটি কালো টি-শার্ট পরেছিলেন, যাতে লেখা ছিল লাতিন ভাষায় ‘আউত জাক, আউত নিহিল’ অর্থাৎ ‘হয় জাক, না হয় কিছুই না’। বাক্যটি তাঁর উচ্চাভিলাষের পরিচায়ক, যা তিনি জুলিয়াস সিজারের একটি বিখ্যাত উক্তিকে একটু পাল্টে নিয়েছেন।
অনুষ্ঠানে জাকারবার্গ নতুন অগমেন্টেড রিয়েলিটি চশমা ওরিয়ন লঞ্চ করেছেন এবং দাবি করেছেন, এটি বিশ্বের শ্রেষ্ঠ প্রযুক্তি। লাতিন বাক্যটি দিয়ে তিনি স্পষ্টভাবে জানান দিয়েছেন, তিনি যদি সফল না হন, তবে অন্য কেউ সফল হবে না—এটি তাঁর অনন্য দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাসের প্রতীক।
প্রাচীন রোমের প্রতি আকর্ষণ ও লাতিন ভাষার প্রতি প্রেম জাকারবার্গের নতুন নয়। এর আগেও তিনি লাতিন বাক্য লেখা টি-শার্ট পরিধান করেছেন, যেমন তাঁর ৪০তম জন্মদিনে ‘কার্থাগো দেলেন্তা এস্ত’ ছিল।
উল্লেখ্য, জাকারবার্গ হানিমুন করেন রোমে। আর তাঁর সন্তানদের নামও রেখেছেন রোমান সম্রাট অগাস্টাস আর অরেলিয়াসের নামে।
বর্তমানে মেটা প্রযুক্তিগত সংকট কাটিয়ে উঠতে এবং নতুন প্রযুক্তিকে বাজারে আনতে চায়। ২৫ সেপ্টেম্বর লঞ্চ হওয়া ওরিয়ন এআর চশমা এখনো পরীক্ষা-নিরীক্ষার স্তরে আছে। জাকারবার্গের মতে, এটি একটি টাইম মেশিনের মতো—বাস্তব, অসাধারণ এবং ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।
ছবি: রয়টার্স