ছবি দেখে নিজের প্রতিষ্ঠাতাকেও চিনতে পারে না চ্যাটজিপিটি
শেয়ার করুন
ফলো করুন

বিশ্বের কোটি কোটি মানুষ বিভিন্ন তথ্যের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার শরণাপন্ন হচ্ছে প্রতিদিন। সঙ্গী হিসেবে মানুষের মতো কথাবার্তা বলা থেকে শুরু করে বিভিন্ন তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, কোডিংসহ সবকিছুতেই চ্যাটজিপিটি অতুলনীয়। তবে পৃথিবীকে বদলে ফেলা এই প্রযুক্তি ছবি দেখে শনাক্ত করতে পারে না কাউকে। এমনকি যদি সেই ছবি তার নিজের প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানের হয়, তাও না।

এব্যাপারে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলে সে উত্তর দেয় 'প্রযুক্তির অসীম জ্ঞান, কিন্তু সীমিত দৃষ্টি'। এখন প্রশ্ন উঠতে পারে, যদি চ্যাটজিপিটি নিজের স্রষ্টাকেও ছবি থেকে চিনতে না পারে, তাহলে কি এই প্রযুক্তি নিজেদের অস্তিত্ব বুঝতে পারছে?

বিজ্ঞাপন

শুধু শক্তিশালী টুল না বানিয়ে , বরং  মানবিক মূল্যবোধ ও নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে চ্যাটজিপিটিকে। ছবি দেখে কাউকে শনাক্ত করতে না পারা এর সীমাবদ্ধতা। চ্যাটজিপিটি শুধুমাত্র এর ডেটাবেস থেকে তথ্য বের করে দিতে পারে । এটি এআই- এর পলিসির অংশ।ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা আর নিরাপত্তার স্বার্থেই   ওপেনএআই-এর সিইও ও প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান আর তাঁর  দল  এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ওপেনএআই চায় না তাদের তৈরি টুল কোনো ভুল তথ্য ছড়ায় বা কোনো মানুষের গোপনীয়তা লঙ্ঘন করে। মানুষের ছবি শনাক্তকরণের প্রক্রিয়ায় সাধারণত অনেক কিছু বিবেচনায় করতে হয়। এআই যদি ছবি থেকে অনুমান করতে শুরু করে তাহলে ভুলের সম্ভাবনা আছে। এমনকি এতে ব্যক্তির গোপনীয়তা ও নিরাপত্তার ঝুঁকিতে থাকবে । ব্যক্তির সম্মান ও গোপনীয়তার ক্ষতি যেন না হয় তাই চ্যাটজিপিটি ছবি থেকে নিজের প্রতিষ্ঠাতাসহ সকল মানুষকে চিনতে না পারার সিদ্ধান্ত নিয়েছে।

ছবি: ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০১ মে ২০২৫, ০৬: ০০
বিজ্ঞাপন