
মিজুলায় হেমন্ত মানে বাতাসে হালকা ঠান্ডা, আর গাছের পাতায় রঙের উৎসব। শহরের চারপাশের পাহাড়গুলো যেন রং খেলার মাঠ হলুদ, কমলা, তামাটে আর লাল। সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত প্রতিদিনই বন আর রাস্তাগুলোতে রং বদলের দৃশ্য দেখতে পাওয়া যায়।
















ছবি: মোছাব্বের হোসেন