মিজুলায় হেমন্তের পাতা ঝরা দিনে
শেয়ার করুন
ফলো করুন

মিজুলায় হেমন্ত মানে বাতাসে হালকা ঠান্ডা, আর গাছের পাতায় রঙের উৎসব। শহরের চারপাশের পাহাড়গুলো যেন রং খেলার মাঠ হলুদ, কমলা, তামাটে আর লাল। সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত প্রতিদিনই বন আর রাস্তাগুলোতে রং বদলের দৃশ্য দেখতে পাওয়া যায়।

১/১৬
ইউনিভার্সিটি অব মন্টানার ক্যাম্পাসও এই রঙিন উৎসবের বড় অংশ।
ইউনিভার্সিটি অব মন্টানার ক্যাম্পাসও এই রঙিন উৎসবের বড় অংশ।
বিজ্ঞাপন
২/১৬
লনে হাঁটলে প্রতিটা পদক্ষেপের সঙ্গে পাতার খসখসে শব্দ যেন হেমন্তের সংগীত।
লনে হাঁটলে প্রতিটা পদক্ষেপের সঙ্গে পাতার খসখসে শব্দ যেন হেমন্তের সংগীত।
বিজ্ঞাপন
৩/১৬
সকালে কুয়াশার ভেতর সূর্যের আলো পড়লে গাছের শিরায় জমে থাকা সোনালি রং আরও উজ্জ্বল হয়ে ওঠে।
সকালে কুয়াশার ভেতর সূর্যের আলো পড়লে গাছের শিরায় জমে থাকা সোনালি রং আরও উজ্জ্বল হয়ে ওঠে।
৪/১৬
ক্লার্ক ফর্ক নদীর ধারে হাঁটলেই দেখা যায়, তুলোর মতো ভেসে থাকা ঝরা পাতাগুলো নদীর স্রোতে মিলিয়ে যাচ্ছে।
ক্লার্ক ফর্ক নদীর ধারে হাঁটলেই দেখা যায়, তুলোর মতো ভেসে থাকা ঝরা পাতাগুলো নদীর স্রোতে মিলিয়ে যাচ্ছে।
৫/১৬
হেমন্ত মানেই শুধু রঙের খেলা নয়, এ সময় প্রাণীকুলও প্রস্তুতি নেয় দীর্ঘ শীতের জন্য।
হেমন্ত মানেই শুধু রঙের খেলা নয়, এ সময় প্রাণীকুলও প্রস্তুতি নেয় দীর্ঘ শীতের জন্য।
৬/১৬
কাঠবিড়ালিরা খাবার জমায়েত করে, হরিণেরা শহরের কাছাকাছি চলে আসে ঘাস খেতে।
কাঠবিড়ালিরা খাবার জমায়েত করে, হরিণেরা শহরের কাছাকাছি চলে আসে ঘাস খেতে।
৭/১৬
 মিজুলার পার্কগুলোতে তাই সপ্তাহান্তে হাঁটতে বের হলেই চোখে পড়ে বন্য প্রাণীদের নিঃশব্দ চলাফেরা।
মিজুলার পার্কগুলোতে তাই সপ্তাহান্তে হাঁটতে বের হলেই চোখে পড়ে বন্য প্রাণীদের নিঃশব্দ চলাফেরা।
৮/১৬
স্থানীয় ও পর্যটকদের জন্য এ সময়টি ছবি তোলার স্বর্গ।
স্থানীয় ও পর্যটকদের জন্য এ সময়টি ছবি তোলার স্বর্গ।
৯/১৬
হাইওয়ের পাশের দেয়াল, পুরোনো কাঠের ঘর, আর সোনালি বনের ভেতর দিয়ে সাইকেল চালানোর দৃশ্য যেন সিনেমার মতো।
হাইওয়ের পাশের দেয়াল, পুরোনো কাঠের ঘর, আর সোনালি বনের ভেতর দিয়ে সাইকেল চালানোর দৃশ্য যেন সিনেমার মতো।
১০/১৬
হেমন্তের দিনগুলো যদিও সৌন্দর্যময়, তবুও প্রকৃতি মানুষকে স্মরণ করিয়ে দেয় পরিবর্তনের কথা।
হেমন্তের দিনগুলো যদিও সৌন্দর্যময়, তবুও প্রকৃতি মানুষকে স্মরণ করিয়ে দেয় পরিবর্তনের কথা।
১১/১৬
ঠান্ডা বাড়তে থাকে, সন্ধ্যা নামে তাড়াতাড়ি।
ঠান্ডা বাড়তে থাকে, সন্ধ্যা নামে তাড়াতাড়ি।
১২/১৬
আর পাতাঝরা গাছগুলো জানান দেয় শীত দরজায়।
আর পাতাঝরা গাছগুলো জানান দেয় শীত দরজায়।
১৩/১৬
তবুও মিজুলার মানুষ হেমন্তকে উদ্‌যাপন করে উৎসব, পাম্পকিন স্পাইস কফি, ফুটবল ম্যাচ আর বন্ধুদের সঙ্গে বনপথে হাঁটায়।
তবুও মিজুলার মানুষ হেমন্তকে উদ্‌যাপন করে উৎসব, পাম্পকিন স্পাইস কফি, ফুটবল ম্যাচ আর বন্ধুদের সঙ্গে বনপথে হাঁটায়।
১৪/১৬
পাতা ঝরা দিনগুলো তাই বিষণ্নতার নয়।
পাতা ঝরা দিনগুলো তাই বিষণ্নতার নয়।
১৫/১৬
এগুলো নতুন ঋতুর গান, রূপ বদলের গল্প, আর প্রকৃতির শান্ত সৌন্দর্যের সাক্ষী হয়ে থাকার সময়।
এগুলো নতুন ঋতুর গান, রূপ বদলের গল্প, আর প্রকৃতির শান্ত সৌন্দর্যের সাক্ষী হয়ে থাকার সময়।
১৬/১৬
মিজুলার হেমন্ত যেন নীরব ক্যানভাস, যেখানে প্রতিদিন আঁকা হয় রঙের নতুন কবিতা।
মিজুলার হেমন্ত যেন নীরব ক্যানভাস, যেখানে প্রতিদিন আঁকা হয় রঙের নতুন কবিতা।

ছবি: মোছাব্বের হোসেন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২: ৫৪
বিজ্ঞাপন