যেভাবে টাকা খরচ করেন ভারতের সবচেয়ে ধনী নারী নীতা আম্বানি
শেয়ার করুন
ফলো করুন

নীতা আম্বানির বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে মানুষের কৌতূহলেরও কোনো শেষ নেই। এত টাকা কীভাবে খরচ করেন এই নারী! নীতা আম্বানি তাঁর সাজপোশাক থেকে শুরু করে পৃথিবীর নানা ধরনের বিলাসবহুল সামগ্রী নিজের সংগ্রহে রাখতে পছন্দ করেন। এসবের পেছনেই তিনি ব্যয় করেন কোটি কোটি টাকা। জেনে নেওয়া যাক, নীতা আম্বানির বিলাসবহুল সংগ্রহগুলো সম্পর্কে—

বিলাসবহুল গাড়ি

শুরু থেকেই নীতা আম্বানির বিলাসবহুল গাড়ির প্রতি আগ্রহের যেন শেষ নেই। তাই তাঁর গাড়ির সংগ্রহে রয়েছে পৃথিবীর সবচেয়ে দামী সব গাড়ির সমাহার। এগুলোর একেকটির দাম আকাশছোঁয়া। এমনকি নীতা আম্বানির সংগ্রহে রয়েছে অডি এ৯ ক্যামেলিয়ন, যাকে পৃথিবীর সবচেয়ে দামী গাড়ি হিসেবে বিবেচনা করা হয়। যার মূল্য প্রায় ১০০ কোটি রুপি। অডি এ৯ ক্যামেলিয়ন বাইরে থেকে দেখতে যেমন স্টাইলিশ, ঠিক তেমনি এর ইঞ্জিনও বেশ শক্তিশালী।

গয়নার সুবিশাল সংগ্রহ

বিশ্বের বিভিন্ন প্রান্তে ডিজাইন করা সবচেয়ে মূল্যবান গয়নার সংগ্রহ রয়েছে আম্বানি সাম্রাজ্যের রানি নীতা আম্বানির। হীরার মালা থেকে শুরু করে ঐতিহ্যবাহী সোনার গয়না—সবই রয়েছে তাঁর কাছে। হীরা, এমারাল্ড থেকে শুরু করে কোটি কোটি মূল্যবান পাথর রয়েছে তাঁর সংগ্রহে। তিনি তাঁর কন্যা ঈশা আম্বানির বিয়েতে বেছে নিয়েছিলেন পান্না দিয়ে মোড়ানো ঐতিহ্যবাহী পোলকি রানি হার। সম্প্রতি তাঁর পুত্র আনন্দ আম্বানির বিয়েতেও পুত্রবধূ রাধিকাকে দেখা গিয়েছে ডায়মন্ডের নেকলেসসহ অত্যন্ত মূল্যবান সব গয়নায়।

বিজ্ঞাপন

ডিজাইনার শাড়ির পসরা

নীতা আম্বানিকে রানির সাজে তুলে ধরার পেছনে রয়েছে তাঁর শাড়ি। নীতা আম্বানির শাড়ির পসরা দেখে ধারণা করা যায়, অন্যান্য ভারতীয় নারীদের মতো তাঁর হৃদয়েও রয়েছে শাড়ির প্রতি এক বিশেষ ভালোবাসা। তবে তাঁর শাড়িগুলো সাধারণ কোনো শাড়ি নয়। রূপকথার রানিদের মতো তাঁর শাড়ি মণি, মুক্তা ও হীরে দিয়ে সজ্জিত। তাঁর অনেক শাড়িই সোনা দিয়ে খচিত।

কাস্টমাইজ লিপস্টিকের সংগ্রহ

নীতা আম্বানির ব্যয়বহুল জিনিসগুলোর মধ্যে অন্যতম হলো লিপস্টিক। তাঁর কাছে রয়েছে বিরল সব লিপস্টিকের সংগ্রহ। যেগুলো বিশেষভাবে শুধু তাঁর জন্যই তৈরি। এগুলোর রং তাঁর পোশাকের সঙ্গে মিল রেখে করা হয়। এ ছাড়া এগুলোর প্যাকেজিং করা হয় রুপা বা সোনা দিয়ে। আর বলা হয়ে থাকে, এগুলোর দাম একজন সাধারণ মানুষের ধারণার বাইরে।

জাপানি বিলাসবহুল টি-সেট

নীতা আম্বানি বলেন, তাঁর পুত্রবধূ শ্লোকা মেহতাই তাঁকে চায়ের অসাধারণ জগতের সঙ্গে পরিচয় করান। এখন তিনি চা এতটাই পছন্দ করেন যে তিনি জাপানের প্রাচীনতম ক্রোকারিজ ব্র্যান্ড নরিটেকের একটি অত্যন্ত বিলাসবহুল টি-সেটের মালিক। প্রায় দেড় কোটি রুপি খরচ করে নীতা আম্বানি এগুলো নিজের সংগ্রহে আনেন। এটি তাঁর বিলাসবহুল সংগ্রহের একটি। তিনি প্রতিদিন এই টি-সেটের পেয়ালাতেই চা খেতে পছন্দ করেন।

ছবি: ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ১১: ০২
বিজ্ঞাপন