
বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও কূটনীতির পেছনে যে শক্তিটি নীরবে কিন্তু গভীরভাবে কাজ করে, তা হলো তেল। আধুনিক সভ্যতার প্রায় প্রতিটি চাকা ঘোরে এই কালো সোনার ওপর ভর করে। কোন দেশ কতটা শক্তিশালী, বৈশ্বিক প্রভাব কতখানি—তা অনেকাংশেই নির্ধারিত হয় তাদের তেলসম্পদের ওপর। প্রমাণিত তেল মজুতের হিসাবে বিশ্বে শীর্ষে থাকা দেশগুলো নিচে তুলে ধরা হলো।











সূত্র: ওয়ার্ল্ডোমিটার, ইনভেস্টোপিডিয়া
ছবি: ইন্সটাগ্রাম