এবারের ছুটিতে কী করবেন
শেয়ার করুন
ফলো করুন

কী খাবেন

পূজার আমেজের উৎসবমুখর পরিবেশে নাড়ু, মিষ্টি, লুচি, লাবড়া বা ভাজাভুজি দিয়ে ভোগের খিচুড়ির জন্য মন আনচান করে সবারই। হালের ট্রেন্ডি রেস্তোরাঁ বাবুমশাই হেরিটেজ এ জন্য এনেছে মহাভোজ মেনু।

ফেলুদা আর গুপীবাঘার নাম জুড়ে দেওয়ায় মজা বেড়ে যাবে ভোজের। ভাত, ভাজাভুজি, আচার, পাঁপড়, সয়া বড়ির ব্যঞ্জন, পটলের দোলমা, খাসির কষা মাংস, পোস্ত পাবদা, শর্ষে ইলিশ, রসগোল্লা, মাঠা—কী নেই এখানে!

বিজ্ঞাপন

বাড়িতে পরিবারের সবাই মিলে বা বন্ধুদের ডেকে নিয়ে এসব মজার মজার পদ খেতে চাইলে অর্ডার করা যাবে গল্পবাড়ি থেকে। খিচুড়ির সঙ্গে থাকবে ভাজা, লাবড়া, কষা মাংস। লুচি-মিষ্টান্ন, গুড় ও চিনি দিয়ে বানানো নারকেলের নাড়ু, নারকেলের সন্দেশও মিলবে এখানে।

আবার আরও একটু বিশেষ কিছু পেতে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে অন্নপূর্ণ বুফে ডিনারের পূজার ভোজে যোগ দিতে পারেন৷ রয়েছে মাটন পায়া, ভোগের খিচুড়ি, পাবদার ঝাল, ইলিশ পোলাও আর পায়েসের মতো জিবে জল আনা সুখাদ্যের ভরপুর আয়োজন।

বিজ্ঞাপন

কোথায় যাবেন

এ সপ্তাহের শেষে আগামী দুই দিন নগরীতে থাকছে নানা আয়োজন। নিজেদের মতো করে পূজার তোড়জোড় আর প্রস্তুতি তো চলছেই। পুরান ঢাকার ঐতিহ্যবাহী সব এলাকায় হেরিটেজ ওয়াক ঢাকার উদ্যোগে ঘুরে দেখার সুযোগ রয়েছে কাল সকালে।

এ ছাড়া বাংলা একাডেমিতে মাঞ্চিজ আর মন উৎসবের উদ্যোগে মাঞ্চিজ ফুডভার্স অনুষ্ঠিত হবে। খাবার নিয়ে দারুণ কিছু হতে চলেছে সেখানে।

বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুপ্রতীক্ষিত চলো বাংলাদেশ কনসার্ট।

গ্রামীণফোন আয়োজিত এই সংগীত উৎসবে থাকবে আর্টসেল, ওয়ারফেজ, ক্রিপটিক ফেইয়াত, নেমেসিস, পান্থ কানাই, প্রীতম হাসান, রাফা, হাবিবসহ অনেকেই।

ছবি: ফেসবুক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ০১: ০০
বিজ্ঞাপন