ভ্রমণের সময় ঘরের গাছের যত্ন
শেয়ার করুন
ফলো করুন

ইনডোর প্ল্যান্ট মানেই যার বসবাস চারদেয়ালের মাঝে। সবুজ পছন্দ বা একেবারেই প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকে অনেকেই ঘর সাজান সবুজ গাছে। এ ছাড়া ঘরের বাইরে এখন জায়গার অভাব। তাই ঘরের কোনাগুলোই শেষ ভরসা। আবার ইনডোর প্ল্যান্টের আছে বেশ কিছু সুবিধা। অধিকাংশ গাছেরই খুব বেশি যত্ন বা পানির প্রয়োজন হয় না। কিন্তু টানা কিছুদিন অযত্নে থাকলে গাছ বাঁচানো কঠিন হয়ে পড়ে।

গাছগুলোকে সতেজ রাখতে ঘুরতে যাওয়ার আগেই এর ব্যবস্থা করতে হবে। এর জন্য বাড়তি কিছুর প্রয়োজন হবে না বললেই চলে। আপনার অনুপস্থিতিতে ঘরে থাকা সামগ্রী দিয়েই হবে গাছের যত্ন। জেনে নেওয়া যাক উপায়গুলো।

বিজ্ঞাপন

ঘর থেকে বের হওয়ার আগেই গাছে ভালোমতো পানি দিতে হবে। চাইলে গাছের পাতাগুলো পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন।

হলুদ হয়ে যাওয়া গাছের পাতা, আগাছা, গাছের গোড়ায় পড়ে থাকা ময়লা পরিষ্কার করতে হবে।

গাছের গোড়ায় যেন অতিরিক্ত পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।
বাইরে যাওয়ার আগে গাছে কোনোভাবেই সার বা ওষুধ দেওয়া যাবে না। এতে গাছের বাড়তি যত্নের প্রয়োজন হবে। যা না পেলে বরং ক্ষতি হতে পারে।

সরাসরি কড়া রোদ পড়ে এমন স্থানে গাছ রাখা যাবে না। এতে গাছে পানির চাহিদা বাড়বে। অনেক গাছ থাকলে সব এক জায়গায় রাখা যেতে পারে। এতে আর্দ্রতা ঠিক থাকে।

গাছের গোড়ায় ভেজা কাঠের বা পাথরের টুকরা রাখা যেতে পারে। এটি গাছের মাটি আর্দ্র রাখতে সাহায্য করে।

অনেক দিনের জন্য বাইরে থাকলে বড় পাত্রে প্রায় অর্ধেক পরিমাণ পানি নিয়ে গাছের টবগুলো পানিতে ডুবিয়ে রাখুন। এতে করে গাছের প্রয়োজনীয় পানির চাহিদা অনেকটাই পূরণ হবে। চাইলে বাথটাবে বা রান্নাঘরের সিঙ্কেও পানি জমিয়ে গাছ রাখা যেতে পারে।

বিজ্ঞাপন

ভেজা কাগজ, তোয়ালে গাছের গোড়ায় দিয়ে রাখলে সেটিও ভালো কাজ করবে।

প্লাস্টিকের প্যাকেট দিয়ে গ্রিনহাউসের ব্যবস্থাও করা যায়। যা গাছকে আর্দ্র রাখতে সাহায্য করবে। গাছের চারদিকে চারটি কাঠি মাটিতে পুঁতে দিতে হবে। খেয়াল রাখতে হবে, কাঠি যেন গাছের উচ্চতা থেকে লম্বা হয়। এবার একটি প্লাস্টিকের মোড়ক গাছের ওপর দিয়ে টবের দিকে নিতে হবে।

উপস্থিত না থেকেও গাছে পানি দেওয়ার একটি উপায় হলো সুতা বা দড়ির ব্যবহার। একটি পাত্রে পানি নিয়ে তাতে সুতির ফিতা বা পাটের দড়ির এক প্রান্ত ডুবিয়ে অন্য প্রান্ত গাছের গোড়ায় রাখতে হবে। এভাবে মাটি পানি শুষে নিতে পারবে।

অন্য একটি উপায় হলো প্লাস্টিক বা কাচের বোতলে পানি ভরে তার মুখ খুলে মাটির ভেতরে ঢুকিয়ে দেওয়া। এতে করেও অল্প অল্প করে পানি শুষে নেয় মাটি।

প্লাস্টিকের বোতল বা ব্যাগে পানি ভরে এতে খুব ছোট ছিদ্র করে ঝরনার মতো ব্যবস্থা করা যায়। তবে খেয়াল রাখতে হবে যেন গাছে বেশি পানি না পড়ে এবং সেই স্থানে পানিনিষ্কাশনব্যবস্থা থাকে। রাতের বেলায় গাছে যেন কৃত্রিম আলো পড়ে যে ব্যবস্থা করে যেতে হবে।

ছবি: পেকজেলসডটকম

সূত্র: ফুড ফিফটিটু ডট কম

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ২০: ১০
বিজ্ঞাপন