নিউ ইয়ারে বন্ধুদের সঙ্গে হ্যাং আউট
শেয়ার করুন
ফলো করুন

আমাদের দেশে কোনো বিশেষ উপলক্ষ হলে তা উদ্‌যাপন করতে তরুণ-তরুণী থেকে শুরু করে সবাই বন্ধুবান্ধব নিয়ে ছোটেন কোনো ভালো রেস্টুরেন্ট বা ক্যাফেতে। পুরোনো বছর বিদায় ও নতুন বছর বরণ করার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কম। প্রতিবছর এই দুই দিন শুধু ঢাকা নয়, ঢাকার আশপাশের রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোতে তরুণ-তরুণীদের বন্ধুদের নিয়ে হ্যাং আউট করতে দেখা যায়। এ জন্য এসব জায়গায় এই উপলক্ষে বিশেষ আয়োজন ও ছাড়ের ব্যবস্থা করা হয়ে থাকে।

এই বছরও এমন আয়োজন দেখা যাচ্ছে। তাই নিজের ও বন্ধুদের সুযোগ–সুবিধা বুঝে চলে যেতে পারেন পছন্দের রেস্টুরেন্ট বা ক্যাফেতে। হালকা খাবারের সঙ্গে চলতে পারে মনের মতো আড্ডা। চাইলে নতুন বছরের আগের সন্ধ্যায় বন্ধুদের নিয়ে চলে যেতে পারেন কোনো পাঁচ তারকা হোটেলে। নতুন বছরকে বরণ করতে নানা আয়োজনের ব্যবস্থা করা হয় এসব হোটেলে।

বিজ্ঞাপন

এ ছাড়া নতুন বছর উদ্‌যাপন বন্ধুদের সঙ্গে নিয়ে বেরিয়ে যেতে পারেন লং ড্রাইভে। ঢাকার আশপাশে ঘোরার অনেক জায়গা রয়েছে। আছে নানা ধরনের রিসোর্ট। নতুন বছর বরণ উপলক্ষে রিসোর্টগুলোও আকর্ষণীয় প্যাকেজের ব্যবস্থা করে থাকে।  
গত দশক থেকে আমাদের দেশের শহর ও গ্রামে পুরোনো বছর বিদায় ও নতুন বছর বরণ উপলক্ষে বাসার ছাদ বা উঠানে বার-বি-কিউ পার্টি ও পিকনিকের ব্যবস্থা করতে দেখা যায়।

রেস্টুরেন্ট বা ক্যাফেতে যেতে ইচ্ছা হলে, বন্ধুদের সঙ্গে নিয়ে ঘরেই এমন ছোটখাটো বার-বি-কিউ বা কিটি পার্টি অথবা পিকনিকের আয়োজন করতে পারেন। এ ধরনের ঘরোয়া আয়োজনের সুবিধা হলো একসঙ্গে বার-বি-কিউ বা রান্না করতে করতে ঘণ্টার পর ঘণ্টা নির্ভেজাল আড্ডা দেওয়া যায়। পাশাপাশি গানবাজনা ছেড়ে নাচানাচিও করতে পারেন। আমাদের দেশে শীতের রাতে ব্যাডমিন্টন খেলা বেশ জনপ্রিয়। চাইলে পার্টির সঙ্গে সঙ্গে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করতে পারেন।

বিজ্ঞাপন

হ্যাং আউট বা পার্টির ফ্যাশন

নতুন বছরের আগমন উপলক্ষে যত ক্যাজুয়ালিই বন্ধুরা হ্যাং আউট বা পার্টির আয়োজন করুক না কেন, সবাই চায় এই সময় অন্যদের থেকে নিজেকে একটু আলাদা দেখাক। তাই বেছে নিতে পারেন শীতের ট্রেন্ডি পোশাক–আশাক।
শীতে ওম পেতে মেয়েরা পরতে পারেন নানা স্টাইলের জ্যাকেট, সোয়েটার বা ভেস্ট। লং বা ক্রপ দুই রকমের আপার ওয়্যারই বেশ চলছে। জ্যাকেট ডেনিম, লেদারের পাশাপাশি সিনথেটিক ফেব্রিকেরও হতে পারে। টপ, কুর্তা, শাড়ি—সবকিছুর সঙ্গে এগুলো ভালো মানিয়ে যায়।

শীতে বেছে নিতে পারেন কর্ডোরয় বা ফ্লানেলের শার্ট। টি-শার্ট বা ট্যাংক টপের ওপরে এগুলো পরা যায়। বটম হিসেবে ডেনিমের স্কিনি ও ওয়াইড প্যান্ট পরতে পারেন। এ ছাড়া পরা যেতে পারে গ্যাবার্ডিনের প্যান্ট।

ছেলেরাও শার্ট ও টি-শার্টের ওপর চাপাতে পারেন ডেনিম বা লেদারের জ্যাকেট অথবা উলের সোয়েটার। সঙ্গে পরা যেতে পারে পছন্দের জিনস বা গ্যাবার্ডিনের প্যান্ট।
শীত থেকে বাঁচতে অনুষঙ্গ হিসেবে ছেলেমেয়ে উভয়ে বেছে নিতে পারেন বিনি টুপি, মাফলার ও হাতমোজা।

মডেল: আসিফ, সামিরা, শ্রাবণী, প্রমা, হাসান; পোশাক: রাইজ; ছবি: সাইফুল ইসলাম; লোকেশন: ফরেস্ট লাউঞ্জ

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৩: ০৫
বিজ্ঞাপন