আমাদের প্রত্যকেরই খাওয়াদাওয়ার ধরন আলাদা৷ পছন্দের খাবারেও রয়েছে ভিন্নতা। কেউ এমনভাবে খান, যেন ট্রেন ছেড়ে দেবে। আবার কারও খাওয়া যেন শেষই হতে চায় না। কেউ তেতো ভালোবাসেন বা শুঁটকি। আবার কেউ এগুলোর নাম শুনলেই পালিয়ে যান। যুগে যুগে বিভিন্ন সমীক্ষা বলে, আমাদের খাওয়ার ধরনের সঙ্গে আমাদের ব্যক্তিত্বের সম্পর্ক বেশ গভীর। আর খাদ্যাভ্যাস সম্পর্কে কিছু মজার তথ্য মিলিয়ে নিয়ে আপনি অনায়াসেই জেনে নিতে পারেন, আপনি আসলে কেমন মানুষ।
আপনি ধীরে ধীরে খান
ধীরে খাওয়া মানে হচ্ছে খাবারটিকে উপভোগ করা, যা চলমান সময়কে উপভোগ করারই নামান্তর। আপনি কোনো কিছুতেই তাড়াহুড়া পছন্দ করেন না। আপনার কাছে একটি কাজ ভালোভাবে করাই বেশি গুরুত্বপূর্ণ। কে আগে গেল, সে নিয়ে আপনি চিন্তিত নন। আপনি বর্তমান নিয়ে বাঁচতে পছন্দ করেন।
আপনি খুব তাড়াতাড়ি খান
অনেকেই আছেন যাঁরা গোগ্রাসে গিলে খুব দ্রুত খাবার খাওয়া সেরে ফেলেন স্বভাবজাতভাবেই। চিবোনোরও যেন সময় নেই। আপনি যদি এমন মেট্রোরেলের গতিতে খাবার খান, তার মানে হলো আপনি সব কাজই ক্ষিপ্রগতিতে করে ফেলেন৷ প্রতিযোগিতামূলক মনোভাব আছে আপনার আর একসঙ্গে অনেক কিছু করতে পারেন আপনি। আপনার মস্তিষ্ক আপনার চেয়ে দুই কদম এগিয়ে থাকে সব সময়।
আপনি ছোট ছোট গ্রাসে খাবার খান
আপনি আসলে দূরদর্শী ধরনের স্বভাবের। আপনি ভেবেচিন্তে কাজ করেন। পরিকল্পনা মাফিক আগান জীবনের পথে৷ আপনার কাছে শর্টকাট কোনো ভালো উপায় বলে পরিগণিত নয়।
আপনি খাবার নিয়ে খুব খুঁতখুঁতে
খাবার নিয়ে যদি খুব বাছাবাছি করেন আপনি, তার মানে আপনি নিজের কমফোর্ট জোন থেকে বের হতে পছন্দ করেন না। অচেনা ও অজানা সবকিছুই আপনাকে উদ্বিগ্ন করে তোলে। সম্পর্কের ক্ষেত্রেও আপনি পুরোপুরি নিশ্চিত না হয়ে কোনো সিদ্ধান্ত নেন না। আর সবার সঙ্গে আপনি মন খুলে অতটা মিশতে পারেন না।
আপনি নতুন নতুন খাবার খেয়ে দেখতে ভালোবাসেন
আপনি আসলেই অ্যাডভেঞ্চারপ্রেমী। নতুন খাবার হোক, অথবা নতুন কোনো জায়গা ও মানুষ - আপনাকে একইভাবে উচ্ছ্বসিত করে সবকিছু৷ আর যাই হোক, বোরিং তকমা কেউ দিতে পারবেনা আপনাকে।
তথ্যসূত্র: থট ক্যাটালগ
ছবি: পেকজেলস ডট কম