অপরিকল্পিত নগরায়ণে পুরো ঢাকা থেকে হারিয়ে যাচ্ছে সবুজ টিয়া। খাদ্যাভাব, আবাসস্থলের সংকট, চোরা শিকার, দূষিত পরিবেশ সব মিলিয়ে এই শহর এখন টিয়া পাখিদের বসবাসের অযোগ্য। পাখির ছবি তোলার নেশায় ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে ঘুরতে দেখা মিলল সবুজ টিয়া ও তার পরিবারের। পাখিটি দেখতে যেমন সুন্দর, তেমনি তার ডাক। ক্যামেরাবন্দী করলাম কিছু সুন্দর মুহূর্তের। প্রায় সবার কাছে অতি প্রিয় সুন্দরতম পাখি হলো টিয়া–জাতীয় পাখি।