উৎসব, ক্যাসেট, ইয়ো ইয়ো আর মিমি চকলেট: নস্টালজিয়া ট্রেন্ডে যেভাবে বুঁদ হয়ে আছে জেন-জিরা
শেয়ার করুন
ফলো করুন

এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে সবচেয়ে আলোচিত ও ভাইরাল ট্রেন্ডগুলোর একটি হলো #Nostalgia। নিজেদের ছোটবেলার খেলনা, স্কুলের সামনে বন্ধ হয়ে যাওয়া আইসক্রিমের দোকান, প্রথম স্কুল  ইউনিফর্ম কিংবা পাড়ার ফুটবল মাঠের ভিডিও ও ছবি পোস্ট করছে সবাই বিশ্বজুড়ে। আর আমাদের দেশে ওয়াকম্যান, ভিডিও ক্যাসেট (ভিএইচএস), ইয়ো ইয়ো, মিমি চকলেট আর পাড়ার ভিডিও গেমসের দোকানের মাঝেই এই নস্টালজিয়া খুঁজে পাচ্ছেন সবাই। সব মিলিয়ে এই বৈশ্বিক ট্রেন্ডের প্রতিধ্বনিতে বাংলাদেশেও শোনা যাচ্ছে নস্টালজিয়ার সিম্ফনি।

উৎসব সিনেমা এখন জেন-জিদের কাছেও এক উৎসবে পরিণত হয়েছে
উৎসব সিনেমা এখন জেন-জিদের কাছেও এক উৎসবে পরিণত হয়েছে
নব্বই দশকের নস্টালজিয়াকে কালচারাল মুভমেন্ট ট্রেন্ডে নিয়ে গিয়েছে উৎসব
নব্বই দশকের নস্টালজিয়াকে কালচারাল মুভমেন্ট ট্রেন্ডে নিয়ে গিয়েছে উৎসব

সে ধারাবাহিকতায় তামিম নূর পরিচালিত নব্বই দশকের নস্টালজিয়াকে কেন্দ্র করে নির্মিত সিনেমা 'উৎসব' যেন পরিণত হয়েছে একটি কালচারাল মুভমেন্টে। প্রথম প্রেমের গল্প, ভিডিও ক্যাসেট, টেলিভিশন সব মিলিয়ে 'উৎসব' চলচ্চিত্র যেন নব্বইয়ের হারিয়ে যাওয়া দিনগুলোকে ফিরিয়ে এনেছে চোখের সামনে। আর সেই নস্টালজিয়ায় জেনজিরাও বুদ হয়ে আছে, যারা আসলে সেই সময়টি এক্সপেরিয়েন্স না করলেও এর রোমান্টিসিজমে মুগ্ধ হচ্ছে।

বিজ্ঞাপন

“অতীতে পড়ে থেকো না” প্রচলিত কথাটা আমরা প্রায়ই শুনি। কিন্তু বর্তমান পপ কালচারের জগতে এই কথার খুব একটা মানে নেই যেন। কারণ এখন ফ্যাশন, সিনেমা, টেলিভিশন শো থেকে শুরু করে বই- সব ক্ষেত্রেই নব্ব ও মিলেনিয়ামের প্রথম দশকের ছোঁয়া স্পষ্ট। আমরা সেই সময়ের মোহে ঘুরপাক খাচ্ছি বারবার।

মিমি চকলেট এক অনন্য স্মৃতির নাম, যাতে মিশে আসে ছেলেবেলার নস্টালজিয়া
মিমি চকলেট এক অনন্য স্মৃতির নাম, যাতে মিশে আসে ছেলেবেলার নস্টালজিয়া
এই টিভিগুলোতে নাটক দেখার অভিজ্ঞতা ছিল অন্যরকম
এই টিভিগুলোতে নাটক দেখার অভিজ্ঞতা ছিল অন্যরকম
সাদিয়ার এই নস্টালজিক লুক আবিষ্ট করেছে সবাইকে
সাদিয়ার এই নস্টালজিক লুক আবিষ্ট করেছে সবাইকে

এই ট্রেন্ডটি একদিনে আসেনি। উদাহরণ হিসেবে বলা যায়, স্পাইডারম্যান নো ওয়ে হোম ' ২০০০ সালে মুক্তি পাওয়া স্পাইডার-ম্যান সিরিজের টোবি ম্যাগুয়ার ও অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে বর্তমানের টম হল্যান্ডকে এক পর্দায় আনায় দারুণ নস্টালজিক এক মুহূর্ত তৈরি করেছিলো। ফলাফল স্বরূপ এটি হয়ে উঠেছিলো সর্বকালের সর্বোচ্চ আয় করা স্পাইডার-ম্যান সিরিজের সিনেমা। এসময়ের সৌম্য আর সাদিয়াকে নব্বইয়ের দশকে নিয়ে সেসময়ের সত্যিকারের তারকা জাহিদ হাসান আফসানা মিমির চরিত্র দুটিকে বলা যেতে পারে তেমনি নস্টালজিক বুম।

বিজ্ঞাপন

নস্টালজিয়ার এই বুমের পেছনের কারণ হিসেবে মনোবিজ্ঞানী ও নস্টালজিয়া বিশেষজ্ঞ ড. ক্রিস্টিন বাচো বলেন,'নস্টালজিয়া সাধারণত তখনই তীব্র হয়, যখন ব্যক্তি বা সমাজ বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়'। বর্তমানে আমরা এমনই এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ, কোভিড-পরবর্তী সামাজিক বিচ্ছিন্নতা সব মিলিয়ে মানসিক অস্থিরতা বেড়েছে বহুগুণে। তাঁর ভাষ্যে, “এমন মানসিক চাপ আমাদের অতীতের সেই নিরাপদ, পরিচিত সময়ের দিকে ফিরে তাকাতে প্ররোচিত করে, যেটা আমাদের মনকে শান্ত করে।”


৯০ দশকের প্রজন্ম এখন পূর্ণবয়স্ক। সেই সময়ের রোমান্টিকতার ভিন্ন আমেজ টানছে এই প্রজন্মের তরুণদের। এ কারণেই এখন প্রকাশকেরা ৯০ দশকের প্রেক্ষাপটে লেখা বইয়ের খোঁজ করছেন, ফ্যাশন দুনিয়া আবার ফিরিয়ে এনেছে বার্বি পিঙ্ক\" কালার, লো-রাইজ জিনস, ক্লাসিক বারকেনস্টক জুতা। বার্বি ও দ্যা লিটল মারমেইডের মতো সিনেমার লাইভ-অ্যাকশন রূপ ফিরিয়ে আনছে নস্টালজিয়াকে। এদিকে ডিজনি বলছে তারা ফিরে যাচ্ছে আগের সেই দ্বিমাত্রিক ছবিতে। আমাদের যাপনেও এখন এই অতীতচারী মনোভাব ফুটে উঠছে সাজপোশাক, হোম ডেকোর, থিমভিত্তিক পার্টি বা উৎসব এর মতো নস্টালজিক সব সিনেমাকে ঘিরে উদযাপনে।

এই নস্টালজিয়া ট্রেন্ডের এত জনপ্রিয়তার পেছনে তত্বীয় ব্যাখ্যাগুলোও উড়িয়ে দেওয়ার মতো নয়। বিশেষজ্ঞরা বলেন,'অর্থনৈতিক সংকটের মতো সময়গুলোতে মানুষ বাস্তবতা থেকে পালিয়ে যাওয়ার একধরনের মানসিক আশ্রয় খোঁজে আর কল্পনার জগতে নস্টালজিয়ায় হারিয়ে যাওয়া সে পথ খুঁজে দেয়। এই আবেগ আমাদের সামাজিক সংযোগ বৃদ্ধি করে, একাকীত্ব ও অসহায়ত্বের অনুভূতিকে কমায়'।

ইয়ো ইয়ো মানেই নস্টালজিয়া
ইয়ো ইয়ো মানেই নস্টালজিয়া
ওয়াকম্যানে গান শোনার রেফারেন্স মেলে উৎসব সিনেমায়
ওয়াকম্যানে গান শোনার রেফারেন্স মেলে উৎসব সিনেমায়
সেই সঙ্গে আছে ভিডিও ক্যাসেট বা ভিএইচএস
সেই সঙ্গে আছে ভিডিও ক্যাসেট বা ভিএইচএস

ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর কাউন্সেলিং অ্যান্ড সাইকোথেরাপির গবেষণা অনুযায়ী, অর্থনৈতিক সংকটে মানুষ মানসিকভাবে আরও বেশি বিপর্যস্ত হচ্ছে, যার ফলে তারা পুরনো ভালো সময়গুলোর স্মৃতির কাছে বেশি করে আশ্রয় নিতে চায়। সামাজিক নস্টালজিয়ায় ডুবে আছে কয়েক প্রজন্মের মানুষ।  এমনকি জেনিজিরাও। এ এক অন্য জগত,  যেখানে আমরা স্মৃতিগুলো ভাগ করে নিই। যেমন পুরোনো মুভি আবার দেখা, বন্ধুদের সঙ্গে মিলে অতীতের প্রিয় কোনো গান শোনা, নাটক দেখা।  আর এভাবেই নস্টালজিয়া আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে সুপার ট্রেন্ড হওয়ার পাশাপাশি।

তথ্যসূত্র: স্টাইলিস্ট, মিডিয়াম ডট কম

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৬: ০০
বিজ্ঞাপন