বিশাল এলাকাজুড়ে শান বাঁধানো মেঝে। সেখানে শত বছর ধরে সনাতন কায়দায় নতুন কাটা ধান শুকানো হয়। এই ছবিগুলো ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী চাতালের কর্মব্যস্ত দিনগুলোর গল্প বলছে। অক্লান্ত পরিশ্রম করে চাতালশ্রমিকেরা ধান শুকিয়ে প্রক্রিয়াজাত করেন এখানে মৌসুমজুড়ে। এ শ্রমিকদের এক বড় অংশ নারী। এ সময়ে তাঁরা সবাই চাতালেই দিন যাপন করেন পরিবার নিয়ে। চাতালশ্রমিকদের দুঃখ-দুর্দশা আর দাদনজনিত বঞ্চনার ইতিহাস তাঁদের দিনযাপনের অংশ হয়ে গেছে। তবু সোনালি ধান শুকানোর কাজ তাঁদের মনে আশা জাগায় একটু ভালো থাকার। এখন স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলে গেছে বেশির ভাগ চালকল। তবু দেশের ধানসমৃদ্ধ অঞ্চল ব্রাহ্মণবাড়িয়ার চাতাল এখনো কর্মব্যস্ত আর প্রাণচঞ্চল। ছবিগুলো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চাতালের। ছবির কারিগর কাজী আরিফুজ্জামান রোজেল।