বুদুম বাঁশের নাম শুনেছেন? সবচেয়ে মোটা হয়ে থাকে এই বাঁশ। এদিকে মুলি বাঁশের নাম সবাই জানি আমরা। কাউকে বাঁশ দেওয়া মানেই নেতিবাচক কিছু বুঝি আমরা। আর এ ধারণা বদলে দিতে পারে ২৫ জুন আগারগাঁওয়ে শুরু হওয়া বৃক্ষমেলার ৪২ প্রজাতির বাঁশের সংগ্রহ। বাঁশের আছে নানা গুণাগুণ আর ব্যবহার উপযোগিতা। জেনে নিন আমাদের দেশের বিভিন্ন জাতের বাঁশ নিয়ে যত তথ্য। এরপর আপনিও কাউকে উপহার হিসেবে বাঁশ দিতে পারে। নিজেও ব্যবহার করতে পারেন ব্যক্তিগত বা বানিজ্যিক নানা কাজে।
ভিডিও: কানিজ ফাতেমা