বাড়ির প্রিয় লোমশ বন্ধুটিকে ছাড়া সব উৎসবই অপূর্ণ মনে হয়। বড়দিনের আনন্দের ভাগ তারও রয়েছে। বড়দিন পুরো পরিবারের সঙ্গে মজা করার জন্য একটি দুর্দান্ত সময়। থিমভিত্তিক ট্রেন্ডি পোশাকে পোষা প্রাণীকেও সাজানো যায়। ক্রিসমাস ও নতুন বছর মাথায় রেখে পোষ্যকে সাজানোর রেওয়াজ পশ্চিমা দেশগুলোতে নতুন নয়। হালে আমাদের দেশেও জনপ্রিয় হয়ে উঠেছে এই ট্রেন্ড। থিমভিত্তিক ট্রেন্ডি পোশাকে আদরের পোষ্যকে সাজানোর কিছু টিপস অনুসরণ করা যেতে পারে। এসব পোশাক ইচ্ছা করলে কাপড় কিনে বানিয়ে নেওয়া যায়।
সান্তা ক্লজ পোশাক
এই ক্ল্যাসিক লাল–সাদা পোশাকের সঙ্গে আছে সান্তা টুপি ও তুলতুলে সাদা পমপম। পোশাকটি গোল্ডেন রিট্রিভার বা ল্যাব্রাডরের জন্য বেশ মানানসই।
রেইনডিয়ার পোশাক
এই পোশাকের বাদামি ও সাদা রেইনডিয়ার নকশায় শিং ও লাল নাক নজর কাড়ে।
এলফ ড্রেস
সবুজ ও লাল পোশাকে আছে এলফ হ্যাট ও জিঙ্গেল বেল। এটা পেটের পার্টি পোশাক হিসেবে বেশ মানানসই।
ক্রিসমাস ট্রি পোশাক
সবুজ–লাল ক্রিসমাস ট্রি নকশার পোশাকের বিশেষ দিক হচ্ছে 'তারা'। বড়দিনের আনন্দ বাড়িয়ে দেবে এই জামা।
জিঞ্জারব্রেড ড্রেস
বাদামি–সাদা পোশাকে আছে বোতাম ও ক্যান্ডি। এটা হতে পারে পেটের জন্য ফ্যাশনেবল।
গ্রিঞ্চ ড্রেস
সবুজ ও লাল পোশাকে আছে গ্রিঞ্চ ফেস ও সান্তা টুপি। দুষ্টু পেটের জন্য এই পোশাক বেশ।
পোশাকের সঙ্গে অনুষঙ্গ হিসেবে প্রিয় পোষ্যকে পরানো যায় লাল-সাদা কলার বেল্ট, অ্যান্টলার, টুপি বা মাফলার। তবে পোষ্যকে সাজাতে হবে যত্ন নিয়ে। খেয়াল রাখতে হবে কয়েকটি বিশেষ দিক:
• পোষা প্রাণীর আরামের বিষয় মাথায় রাখতে হবে সবার আগে। পোশাক বা আনুষঙ্গ খুব বেশি আঁটসাঁট বা সংকুচিত হওয়া উচিত নয়। কিছু পোষা প্রাণী পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করতে না–ও পারে। তাই এমন একটি পোশাক বেছে নেওয়া গুরুত্বপূর্ণ, যা তাদের কোনো অস্বস্তি বা কষ্টের কারণ হবে না।
• পোষ্যর জন্য নিরাপদ হবে, এমন অনুষঙ্গ নির্বাচন করতে হবে। চিবাতে বা গিলে ফেলতে পারে, এমন কোনো ছোট বা ধারালো বস্তু এড়িয়ে যেতে হবে।
• পোশাক নির্বাচন করার সময় আপনার পোষা প্রাণীর ব্যক্তিগত স্টাইল মাথায় রাখতে হবে। একই সঙ্গে সময়, উপলক্ষ আর অবস্থানও।
• পোষা প্রাণীকে হাঁটতে বা বেড়াতে নিয়ে গেলে উষ্ণ ও আরামদায়ক কোট বা সোয়েটার পরাতে হবে। পোশাকে অবশ্যই থাকতে হবে লাল-সাদা-সবুজের ছোঁয়া। তাহলে উৎসব জমে উঠবে।
ছবি: ইন্সটাগ্রাম