প্রতি বছর ঘুরে ঘুরে ফিরে আসে বৃক্ষমেলা। পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শুরু হয় মেলাটি। ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠেই বৃক্ষ্যমেলার আয়োজন করা হয়েছে। যা চলবে একমাস ব্যাপী। প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা। মেলায় ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন নেই। মেলা চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। ছবি তুলেছেন আশরাফুল আলম।