চা-চিত্রে চায়ের আড্ডা
শেয়ার করুন
ফলো করুন

‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই’—সুমনের এই জনপ্রিয় গানে তিনি কাকে চেয়েছিলেন তা অজানা থাকলেও আমরা চায়ের কাপ হাতে নিয়ে কাউকে না কাউকে তো চাইই চাই। চা সম্ভবত পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর একটি। আমাদের দেশে তো বটেই। চা ছাড়া আমাদের আড্ডা জমে না একদম। তাই তো পাড়ার মোড়ে, রাস্তার পাশে ছোট বড় চায়ের দোকানে আড্ডা-হাসি, তর্ক-বিতর্ক, রাজা–উজির মারা, নাটক, সিনেমা, গান, কবিতা—কী নেই চায়ের আড্ডায়!

শুধু বাইরে কেন, ঘরেও চায়ের আয়োজন সমান ঘটনাবহুল। তাতে সঙ্গ দিতে এসে মাঝেমাঝেই বাজিমাত করে চপ,পেঁয়াজু, মুড়ি-চানাচুর বা শিঙাড়া। সাতসকালে ধোঁয়া ওঠা চায়ের পাতিল চড়ে কমবেশি সবার উনুনেই। কেউ দুধ-চা, কেউ রং-চা। কেউ চুলায় পাতা জ্বাল দিয়ে, তো কেউবা ঝটপট টি ব্যাগেই কাজ সারেন। রোদ হোক বা বৃষ্টি এই চা-চিত্র আমাদের বড়ই আপন, খুব একান্ত। তবে সেখানেও চায়ের কাপে চুমুক দিতে একজন সঙ্গী বড় প্রয়োজন। নয়তো একাকী চায়ের কাপটি বাপ্পা মজুমদারের গানের কথা মনে করিয়ে দেয়, ‘ধুলো পড়া চিঠি, জমে থাকা স্মৃতি, রাত জাগা সময়, বেঁচে থাকা আমি, এভাবেই নিত্য আমারই বসবাস, এক কাপ চা আর কিছু দীর্ঘশ্বাস’।

বিজ্ঞাপন

বর্তমান সময় সামাজিক যোগাযোগমাধ্যমের বললে একটুও অত্ত্যুক্তি হবে না। আর মজার ব্যাপার হচ্ছে এই চা-পাগল জনগোষ্ঠী নিজেদের মতো করে এই সামাজিক যোগাযোগমাধ্যমেই চায়ের আড্ডা বসিয়েছে। গড়ে উঠেছে বিশাল কমিউনিটি। কথা হচ্ছিল ইনস্টাগ্রামভিত্তিক চা-চিত্র কমিউনিটি চা-চিত্রের আহ্বায়ক সিদরাতুল সাফায়েতের সঙ্গে। তাঁর সঙ্গে আরও আছেন ইপশিতা রুবাইয়াত। ২০২০ এপ্রিল সালে শুরু হওয়া এই চা-প্রেমীদের কমিউনিটি এখন প্রায় ১৭ হাজারের এক বিশাল সক্রিয় পরিবার। প্রতিদিন গড়ে ১০-১২ জন এখানে চা নিয়ে তাঁদের ভালোবাসা, সুখস্মৃতি আর অনুভূতির প্রকাশ ঘটান চা-চিত্র দিয়ে। চায়ের ছবিগুলোতে চায়ের সুবাসের সঙ্গে সঙ্গে কখনো প্রিয়জনের চুড়ির রিনিঝিনি, কখনোবা বন্ধুদের হইহুল্লোড়ের শব্দ ভেসে আসে। কখনো পড়ার টেবিলে প্রস্তুতির সঙ্গে প্রত্যয়ী আত্মবিশ্বাসের প্রতীক এক কাপ চায়ের ছবি, আবার চায়ের কাপের পেছনে কখনো অ্যাডভেঞ্চারের শিহরণ জাগানো পাহাড়ের ব্যাকগ্রাউন্ড। দুধ-চা, রং-চা, মসলা বা লেবু-চা সবই আছে, যার যার পছন্দ অনুযায়ী।

সেই সঙ্গে ফেসবুকে বাবল বোট পেজে আবার চায়ের সঙ্গে জড়িয়ে থাকা গল্পগুলো লিখে রাখছেন সবাই। এক কাপ স্মৃতি বাবল বোটের একটি উদ্যোগ। এর শুরু ২০১৮ সালে। পেজে লাইক ১০১৫২। এখানে চলছে চায়ের গল্প বলা। সেই গল্পে আশা-নিরাশা, প্রেম-বিরহ, হাসি-কান্না সবই রয়েছে। আড্ডা আর বন্ধুত্বের এক অন্য রকম বিশিষ্ট রূপ দেখা যায় এই অনলাইন কমিউনিটির চা-প্রেমীদের ছবি ও কথনে। এভাবে একা হয়েও কেউ একা নয় চায়ের কাপ হাতে। আবার চায়ের সঙ্গে জড়িয়ে থাকা মজার, সুখের অথবা দুঃখের স্মৃতি ভাগ করে নেওয়ার জন্যও এই অনলাইন কমিউনিটির সাথিরা অনন্য।

ছবি: চা-চিত্র

বিজ্ঞাপন
প্রকাশ: ২১ মে ২০২২, ০৮: ০০
বিজ্ঞাপন