মুখ দেখাচ্ছেন না কিম কার্ডাশিয়ান
শেয়ার করুন
ফলো করুন

বছরখানেক ধরে কিম কার্ডাশিয়ান আর ব্যালেন্সিয়াগা যেন দুজন দুজনার। ব্যালেন্সিয়াগার ব্যাগ, জুতা, পোশাক, এমনকি নিরীক্ষাধর্মী প্যান্ট-বুটেও কার্ডাশিয়ানকে দেখা যাচ্ছে হরহামেশা। এ ফ্যাশন ব্র্যান্ডটির সাই-ফাই বা মেটাভার্সের আমেজে তৈরি সিনথেটিক রবার নিওপ্রিন বডি স্যুট, ফিউচারিস্টিক কাটের ঝলমলে ড্রেস ও আর লেদার ফিনিশের প্যান্টস্যুট আজকাল তাঁর পছন্দের তালিকার শীর্ষে। প্যারিস ওত কতুর উইকে ব্যালেন্সিয়াগার শো শেষে নৈশভোজে তিনি হাজির হয়েছেন সেই কতুর শোর অনুপ্রেরণায় তৈরি কালো সিকুইনড ফেব্রিকের ঝলমলে লম্বা ড্রেসে। লম্বা স্লিভেও হালের ক্রেজ, জাপানি কিরা-কিরা স্পার্কল অ্যাপের ফিল্টারের আদলে ঝিলিমিলি সিকুইনের ঢল নেমেছে।

কিন্তু তাঁর মেকআপের ব্যাপারস্যাপার বোঝার জো নেই। কারণ, কিমের মুখ ঢাকা কালো ফেসশিল্ডে। ব্যালেন্সিয়াগার ফিউচারিস্টিক কতুর লুকের এই অদ্ভুতুড়ে অনুষঙ্গটি মার্সিডিজ এএমজির সঙ্গে কোলাবরেশনে বানানো। এর ম্যাটেরিয়াল হিসেবে বেছে নেওয়া হয়েছে কালো টিন্টের পলি–ইউরেথিন। ব্যবহৃত হয়েছে স্টেট অব দ্য আর্টের অ্যান্টিফগিং টেকনোলজি, যাতে শ্বাসপ্রশ্বাসে ঘেমে না ওঠে।

বিজ্ঞাপন

এর আগেও তিনি ২০২১ সালের মেট গালায় আপাদমস্তক মুখঢাকা কালো পোশাকে এসেছিলেন সবার সামনে। তবে এবারের বডি হাগিং পোশাকটিতে কিম কার্ডাশিয়ানের অবয়ব দেখেই তাঁকে চেনা যাচ্ছে চেহারা না দেখা গেলেও, বলছেন অনেকেই।

ছবি: কিম কার্ডাশিয়ানের ইন্সটাগ্রাম হ্যান্ডল

বিজ্ঞাপন
প্রকাশ: ১২ জুলাই ২০২২, ১২: ৫৬
বিজ্ঞাপন