বাংলাদেশের প্রতিনিধি জাবিবা
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক
তিনটি ধাপে অনুষ্ঠিত হয়েছে টপ মডেল বাংলাদেশ ২০২২ প্রতিযোগিতা। প্রতিটি ধাপে নিজেকে প্রমাণ করে বিজয়ী হন প্রতিযোগীরা।

পুরুষ এডিটোরিয়ালে বিজয়ী সাব্বির আহমেদ
পুরুষ এডিটোরিয়ালে বিজয়ী সাব্বির আহমেদ
ছবি: টপ মডেল বাংলাদেশ
নারী কমার্শিয়ালে বিজয়ী তানাজ বসরি
নারী কমার্শিয়ালে বিজয়ী তানাজ বসরি
ছবি: টপ মডেল বাংলাদেশ

এবারের টপ মডেল বাংলাদেশ ২০২২-এ বিভাগ ছিল পাঁচটি পুরুষ এডিটোরিয়াল (বয়স ১৮-২৯), পুরুষ কমার্শিয়াল (বয়স ৩০-৪২), নারী এডিটোরিয়াল (বয়স ১৪-১৯), নারী কমার্শিয়াল (বয়স ২০-২৯), নারী ক্ল্যাসিক (বয়স ৩০-৪০)। নারী এডিটোরিয়ালে জাবিবা, নারী কমার্শিয়ালে তানাজ বসরি, নারী ক্ল্যাসিকে অধরা নিহারিকা, পুরুষ কমার্শিয়ালে তানভীর সামদানী এবং পুরুষ এডিটোরিয়ালে সাব্বির আহমেদ বিজয়ী।
টপ মডেল ওয়ার্ল্ডওয়াইড ও টপ মডেল ইউকে যৌথভাবে এই প্রতিযোগিতার তত্ত্বাবধান করছে। এই প্রতিযোগিতায় বাংলাদেশের সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল-অভিনেত্রী এবং গত বছরের টপ মডেল ইউকে বিজয়ী মাকসুদা আক্তার প্রিয়তি।

বিজ্ঞাপন

মাকসুদা আক্তার বলেন, বাংলাদেশি তরুণ পুরুষ-নারী মডেলদের আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভের একটি প্রকৃত প্ল্যাটফর্ম এটি।

টপ মডেল বাংলাদেশ ২০২২-এর গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন ইন্টারন্যাশনাল ফ্যাশন সেলিব্রিটি জুডি ফিটজেরাল্ড, অ্যাঞ্জেলিনা ক্যালি ও নাইম ইয়াসিন।

বিজ্ঞাপন

এই আয়োজনের মডেলদের পোশাক ডিজাইন করে কাশপি’জ অ্যাম্ব্রি, ফিটনেস পার্টনার ছিল কিয়ারা ফিটনেস।

পুরুষ কমার্শিয়ালে বিজয়ী তানভীর সামদানী
পুরুষ কমার্শিয়ালে বিজয়ী তানভীর সামদানী
ছবি: টপ মডেল বাংলাদেশ
নারী ক্ল্যাসিকে বিজয়ী অধরা নিহারিকা
নারী ক্ল্যাসিকে বিজয়ী অধরা নিহারিকা
ছবি: টপ মডেল বাংলাদেশ

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে লন্ডনে মডেল অনুসন্ধান ও ফ্যাশন ইভেন্ট টপ মডেল অনুষ্ঠিত হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নামীদামি মডেলরা এই উৎসবে অংশ নেন। তাঁদের মধ্য থেকে টপ মডেলদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

নোট: শুরুর ছবিটা জাজিবার

প্রকাশ: ২৬ জুন ২০২২, ১১: ৩১
বিজ্ঞাপন