আসছে অ্যাঞ্জেলিনা জোলির পরিবেশবান্ধব ফ্যাশন ব্র্যান্ড
শেয়ার করুন
ফলো করুন

এই ঘোষণার সঙ্গে আত্মপ্রকাশ ঘটে অ্যাটেলিয়ার জোলির অফিশিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলের।অনেক দিন ধরে এর পেছনে কাজ করে যাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি। অ্যাটেলিয়ার জোলির মূল উদ্দেশ্য হবে ফ্যাশন শিল্পকে গণতন্ত্রীকরণ করা। এটি একটি পরিবেশ সচেতন ব্র্যান্ড হতে চলেছে, যারা ডেডস্টক ফেব্রিক, অর্থাৎ পোশাক বানানোর পর যে অবশিষ্ট কাপড় থাকে এবং দোকানে যে পোশাকগুলো অবিক্রীত অবস্থায় থেকে যায়, সেগুলো নিয়ে কাজ করবে। এ ছাড়া সারা বিশ্বের কারিগরদের কাজে লাগিয়ে বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী শিল্পগুলোকে সবার সামনে তুলে ধরবে।

অ্যাটেলিয়ার জোলি নিয়ে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘আমি নতুন কিছু শুরু করতে চলেছি। অ্যাটেলিয়ার জোলি সৃজনশীল ব্যক্তিদের একটা জায়গা, যেখানে একটি দক্ষ ও বৈচিত্র্যময় পরিবারের টেইলার্স, প্যাটার্ন মেকার এবং সারা বিশ্বের কারিগর একসঙ্গে কাজ করতে পারবে।

এখানে আনন্দের সঙ্গে স্বাধীনভাবে নিজের ডিজাইন সৃষ্টি করতে পারবে।’ ব্র্যান্ড লঞ্চ করার আনুষ্ঠানিক কোনো তারিখ এখনো জানা যায়নি। তবে আসছে শরতে নতুন সংগ্রহ প্রকাশ করা হবে, এমন আভাস দেওয়া হয়েছে অ্যাটেলিয়ার জোলির অফিশিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে।

ছবি: ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৬ মে ২০২৩, ০২: ০০
বিজ্ঞাপন