জেনা ওর্টেগার ‘ওয়েন্সডে কোর’
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

গত বছরের হট পিঙ্ক বার্বিকোর ছেড়ে জেন-জি মহল এখন হঠাৎ কালো সাজপোশাকের ভক্ত হয়ে উঠেছে। শুধু কালো পোশাক নয়, ঘোর কৃষ্ণবর্ণ লিপ কালার, নেইল কালার আর নাটকীয় রকমের ম্যাক্সিমালিস্ট কালো আইলাইনার, কাজল, শ্যাডোর সাজে সাজাচ্ছেন সবাই নিজেকে। ট্রেন্ড ফলোআপ রিপোর্টগুলো থেকে জানা যাচ্ছে, চুলে মিশকালো ডাই করার প্রবণতা বেড়েছে বিশ্বব্যাপী ব্রুনেট আর স্বর্ণকেশীদের মধ্যে। একরঙা কালো জুতা আর কালো অনুষঙ্গ ব্যবহার করছেন সবাই। দেখা যাচ্ছে, চুলে দুই বেণি করে ঘুরছেন সবাই মুখ শক্ত করে।

বিজ্ঞাপন

আসলে এ সবকিছুই হালের আলোচিত নেটফ্লিক্স ধারাবাহিক  ‘ওয়েন্সডে’র কেন্দ্রীয় চরিত্রের অবদান। ডার্ক আধিভৌতিক কমেডি ধাঁচের এই সিরিজে সদ্য কৈশোর পেরোনো সাড়া জাগানো অভিনেত্রী জেনা ওর্টেগার ‘ওয়েন্সডে ড্যান্স’ রীতিমতো ভাইরাল এখন নেট দুনিয়ায়।

সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতো করে সাজপোশাক ধারণ করে এই নাচের ভিডিও আপলোড করছেন বিশ্বজুড়ে। আর তার অনুকরণে এই আশি-নব্বই দশকের জনপ্রিয় গথিক ট্রেন্ডের মতো কালো সাজপোশাকের স্টাইলকে সবাই এখন ‘ওয়েন্সডে কোর’ বলেই অভিহিত করছেন। বলতেই হয়, এই গথ-গ্ল্যামার ট্রেন্ড একাই তৈরি করে ফ্যাশন দুনিয়ায় সবাইকে তাক লাগিয়ে দিলেন জেনা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া এই ওয়েন্সডে ঘরানায় জেনা ওর্টেগার দারুণ কিছু লুক থাকল এখানে।

বিজ্ঞাপন
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৯: ২৬
বিজ্ঞাপন