কাশফুলের গান
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

আসন্ন পূজা উপলক্ষে সময় উপযোগী ও ঐতিহ্যবাহী পোশাকের পসরা সাজিয়েছে ফ্যাশন ব্র্যান্ড ক্লাবহাউজ। বরাবরই সমসাময়িক ট্রেন্ডের নকশাকে প্রাধান্য দিয়ে কাজ করে ব্র্যান্ডটি। ‘উৎসবের বর্ণিল রঙের সাজ ও ঐতিহ্যের মিশ্রণ’—এই মূল ভাবনাকে কেন্দ্র করে এ বছর তাদের পূজা-সংগ্রহ তৈরি করা হয়েছে।

ক্লাবহাউজের শরৎ-সংগ্রহের উদ্বোধনীতে  
ডেকো-ইশো গ্রুপের ভাইস চেয়ারম্যান মায়মুনা হোসেনের সঙ্গে সাবেরী আলম ও সুবর্ণা মুস্তাফা
ক্লাবহাউজের শরৎ-সংগ্রহের উদ্বোধনীতে ডেকো-ইশো গ্রুপের ভাইস চেয়ারম্যান মায়মুনা হোসেনের সঙ্গে সাবেরী আলম ও সুবর্ণা মুস্তাফা

মহালয়ার সকাল থেকে দশমী পর্যন্ত সব বয়সী মানুষের জন্য দিনভেদে এই সংগ্রহ সাজানো হয়েছে বলে জানানো হয় ব্র্যান্ডের পক্ষ থেকে। অন্যান্য উৎসবে থাকলেও এ বছরই প্রথমবারের মতো ক্লাবহাউজের পূজা-সংগ্রহে পাওয়া যাচ্ছে এক্সক্লুসিভ শাড়ি। এই শাড়ি–সংগ্রহের নাম ‘চিত্রা’। ১৭ সেপ্টেম্বর এবারের পূজা-সংগ্রহ লঞ্চ করা হয় ক্লাবহাউজের বসুন্ধরার আউটলেটে। ‘কাশফুলের গান’ শিরোনামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণা মুস্তাফা, সাবেরী আলম, জ্যোতিকা জ্যোতি, শহীদুল আলম সাচ্চু ছাড়াও অনেকে। এ ছাড়া ছিলেন ক্লাবহাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

নতুন শারদীয় শাড়ি-সংগ্রহে শরতের আকাশের রং আর নীলের শুভ্রতা বিশেষ প্রাধান্য পেয়েছে। পূজা ছাড়াও যেকোনো উৎসব ও আবহাওয়ায় আরামদায়ক আর ব্যবহারোপযোগী এই শাড়ি।

ক্লাবহাউজের শরৎ-সংগ্রহের উদ্বোধনীতে অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি
ক্লাবহাউজের শরৎ-সংগ্রহের উদ্বোধনীতে অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি

শাড়ির পাশাপাশি এ বছর তাদের পূজা-সংগ্রহে আরও রয়েছে রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতাসংবলিত টি-শার্ট। মেয়েদের জন্য রয়েছে এথনিক টপ, থ্রি-পিছ, স্যুট ও মাতৃত্বকালীন পোশাকের সংগ্রহ। বরাবরের মতো থাকছে ছেলেদের মানানসই পাঞ্জাবির কালেকশন। এ সবকিছুই পাওয়া যাবে ক্লাবহাউসের সব শোরুম ও অনলাইনে।

ছবি: ক্লাবহাউজ

বিজ্ঞাপন
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৮: ১১
বিজ্ঞাপন