চামড়ার তৈরি স্টাইলিশ ব্যাগ
শেয়ার করুন
ফলো করুন

হালফ্যাশন ডেস্ক

কয়েক বছর আগে অনলাইনে দেশীয় কারিগরদের হাতে তৈরি ব্যাগের উদ্যোগটি শুরু করেন নারী উদ্যোক্তা তাসলিমা মিজি। দেশীয় এই ব্র্যান্ডের নাম গুটিপা। মূলত চামড়ার তৈরি নানা ধরনের স্টাইলিশ ব্যাগের ব্যবসা গুটিপার।

সম্প্রতি তারা বাজারে এনেছে তাদের নতুন সংগ্রহ। গুটিপার তরফ থেকে জানানো হয়, নতুন এই সংগ্রহে রয়েছে পার্টি ব্যাগ, ক্লাচ, বিজনেস ব্যাগ, ওয়ার্কস্টেশন ব্যাগ, সোল্ডার স্ল্যাং বা কাঁধে ঝুলানো ব্যাগ, ক্যাজুয়াল ব্যাগ, রেট্রো ব্যাগ, আনমোল ব্যাগ, হোবো ব্যাগ, অ্যানোলা ব্যাগ, রাডার হ্যান্ডব্যাগ।

বিজ্ঞাপন

সমসাময়িক মিনিমাল ফ্যাশনকে প্রাধান্য দিয়ে ডিজাইন করা হয়েছে সব ব্যাগ। কালো, নীল, চকলেট, গোলাপি, বাদামি, জলপাইয়ের মতো ট্রেন্ডি রং ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

শুরু থেকেই দেশি বাজারে আন্তর্জাতিক মানের ব্যাগ উৎপাদনের কাজ করে আসছে গুটিপা। এ ছাড়া তাদের তৈরি পণ্য যেন পরিবেশবান্ধব হয়, সে দিকেও দেওয়া হয় বিশেষ গুরত্ব।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮: ৩২
বিজ্ঞাপন