ট্রেন্ড মেনে শীতের পোশাক

দেশাল

ছবি: দেশাল
ছবি: দেশাল

দেশাল শীতের দুই ধরনের ফ্যাশনকেই গুরত্ব দিয়েছে তাঁদের শীত সংগ্রহে। পশ্চিমা কাটের পঞ্চ, ফতুয়া, জিপ দেওয়া লং শার্ট, ব্লেজার, ওয়েস্ট কোট, শ্যাগ, হুডি, জ্যাকেট থাকছে নতুন সংগ্রহে।

এ ছাড়া দেশালের সিগনেচার স্টাইলের একরঙা শাল, কার্ডিগানে এ শীতে পাবেন ওম।
ফ্ল্যানেল, ডেনিমের মতো ভারী কাপড়ের পোশাক প্যাচওয়ার্ক, ব্লক, স্কিন প্রিন্ট, এমব্রয়ডারির কাজ পেয়েছে গুরত্ব।

ছবি: দেশাল
ছবি: দেশাল

দেশালের শীতপোশাকে ফ্লেয়ার, ফিতার ব্যবহার হয়েছে বেশি। সিমেট্রিক ও অ্যাসিমেট্রিক কাটিংয়ের পোশাকে শীত উদ্‌যাপনের পসরা সাজিয়েছে দেশাল।
এ ছাড়া পরিবারের সবার জন্য একই ডিজাইনের পঞ্চ, হুডিও থাকছে এবারের শীত সংগ্রহে।

বিজ্ঞাপন

লা রিভ

ছবি: লা রিভ
ছবি: লা রিভ

‘হারমনি’ শিরোনামে এবারের শীত সংগ্রহ এনেছে ফ্যাশন হাউস লা রিভ। এবারের সংগ্রহের অন্যতম আকর্ষণ বিভিন্ন ডিজাইনের উইন্টার জ্যাকেট।

ছেলেদের জন্য থাকছে ট্রেন্ডের শীর্ষে থাকা বোম্বার জ্যাকেট, সফট কুইল্ট জ্যাকেট, বাইকার জ্যাকেট, হুডি স্টাইলের জ্যাকেট ও ক্যামোফ্লেজ ভেস্ট জ্যাকেট। এ ছাড়া মেয়েদের জ্যাকেটেও থাকে কয়েকটি ধরন। সিঙ্গেল বাটন ওভারল্যাপ, ছোট, মাঝারি লম্বার স্টাইলিশ জ্যাকেট, ওভারকোট স্টাইলের জ্যাকেট, বেল্টেড ও ফ্লিস জ্যাকেট থাকছে নতুন সংগ্রহে। ডেনিম, নিট ও টার্টান ফেব্রিকে বোনা হয়েছে ট্রেন্ডি জ্যাকেটগুলো।

ছবি: লা রিভ
ছবি: লা রিভ

আর শিশুদের জন্য থাকছে প্রিন্ট ও একরঙা পাফার, হুডি ও সোয়াট জ্যাকেট।
আন্তর্জাতিক ফ্যাশন–বিশ্বের ট্রেন্ড অনুসরণ করে ছেলে, মেয়ে ও শিশুদের জন্য নোচড ল্যাপেল রঙের সেমি ফর্মাল ও ফর্মাল ব্লেজার রাখা হয়েছে এবারের শীত সংগ্রহে।
হালকা শীতে মেয়েদের জন্য রয়েছে ডেনিমের জ্যাকেট, টিউনিক ও ফ্রক স্টাইলের পোশাক। আর ছেলেদের জন্য হুডি ও স্লিভলেস স্টাইলের সোয়েটশার্ট ডিজাইন করা হয়েছে। নাসা, প্যানেলড ও আর্দি থিম সোয়েটশার্টগুলোতে এনেছে ট্রেন্ডি লুক।

মেয়েদের শাল, সোয়েটার, কার্ডিগান, জ্যাকেট স্টাইল টিউনিক, সিঙ্গেল বাটন ওভারল্যাপ, শ্রাগ, টার্টান ও হাই ওয়েইস্ট টিউনিক ছাড়াও বিভিন্ন ধরনের শীত উপযোগি পোশাক থাকছে লা রিভের এবারের সংগ্রহে।

বিজ্ঞাপন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ১১: ১৭
বিজ্ঞাপন