ফিরে এল ক্যাটস্যুট
শেয়ার করুন
ফলো করুন

হালফ্যাশন ডেস্ক

ক্যাট আবার স্যুট পরে নাকি! উত্তর অবশ্যই নেতিবাচক। তবে ক্যাটওম্যান তো পরেই। সেই ষাটের দশকে দুনিয়া কাঁপানো ব্যাটম্যান সিরিজে ক্যাটওম্যান নামের বিপজ্জনক খলনায়িকা ক্যাটওম্যানের আবির্ভাব ঘটল আবেদনময় আর শরীরে সাঁটা ক্যাটস্যুট পরে। নেগেটিভ চরিত্র হলেও এই শক্তিময়ী অবতারকে মুক্ত ফ্যাশনে বিশ্বাসী নারীরা আপন করে নিলেন। সে সময় থেকে ক্যাটস্যুট নারীদের ফ্যাশনে এক স্বীকৃত নাম। তবে ইদানীং আবার বিশ্বব্যাপী তারকারা ক্যাটস্যুটের দিকে পক্ষপাতিত্ব দেখানোয় নতুন করে ফিরে আসছে ক্যাটস্যুটের সুদিন।

বিজ্ঞাপন

ক্যাটস্যুটের লুক মানেই দুর্বার আকর্ষণ আর অদম্য নারীশক্তির অনন্য মিশেল। এখন অ্যাথলেজার, স্ট্রিটস্টাইল থেকে শুরু করে হাই ফ্যাশনের রানওয়ে—ক্যাটস্যুটের দেখা মিলছে হরহামেশা। আর বর্তমান সময়ে ভিনটেজ ফ্যাশনকে বিভিন্ন এথনিক আঙ্গিকে পরিবেশনার মাধ্যমে ফিউশন করে বা আধুনিক ট্রেন্ডের সঙ্গে মিলিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা চলছে।

কিম কার্ডাশিয়ানের মনোক্রোমেটিক চিকমিকে একরঙা ক্যাটস্যুট থেকে শুরু করে একই ধাঁচের বডিকন ফুলেল পোশাকে প্রিয়াঙ্কা চোপড়ার আলোচিত লুকগুলো এবারে দেখে নেওয়া যাক। এখন ক্যাটস্যুটের সঙ্গে লেয়ারিংয়ের ট্রেন্ড মেনে কোট, জ্যাকেট বা শ্রাগ পরা যায় অনায়াসে। ফেব্রিকেও দেখা যাচ্ছে বৈচিত্র্য। একেবারে বেসিক কালো ক্যাটস্যুট থেকে শুরু করে ফুলেল টেকশ্চারের গোলাপি, ঝলমলে শিয়ার ফেব্রিক থেকে ল্যাটেক্স ধাঁচের বা ফো লেদারের ক্যাটস্যুটও পরছেন তারকারা ইচ্ছামতো।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৪৬
বিজ্ঞাপন