‘ভিক্টরি ইজ আ স্টেট অব মাইন্ড’—বিজয় হলো মনের অবস্থা। একই ক্যাপশন লিখে গতকাল একটি ছবি পোস্ট করেন সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ছবিতে দেখা যায়, তাঁরা দুজন বসে দাবা খেলছেন। শনিবার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার সঙ্গে সঙ্গে ফুটবলপ্রেমীদের মন্তব্যের বন্যায় ভেসে যাচ্ছে।
মেসি–রোনালদো ফুটবল ছেড়ে দাবা খেলছেন কেন?
ছবিটির পেছনের গল্প হলো, ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁ এই দুই কিংবদন্তিকে তাদের বিজ্ঞাপনের জন্য একসঙ্গে ফ্রেমবন্দী করেছেন। এটাই মেসি ও রোনালদোর জুটি বেঁধে প্রথম বিজ্ঞাপন। ছবিতে ফুটবল আইকনদের বিলাসবহুল স্যুটকেসের ওপর দাবা খেলতে দেখা যাচ্ছে। লুই ভিতোঁর মনোগ্রামসহ চেকার্ড স্যুটকেসটির ওপর ফুটবলের বদলে প্রতীকী অর্থে দাবা সাজানো। এই বিশ্বকাপের ঠিক আগে সুটকেসের এমন বিজ্ঞাপন তাক লাগিয়ে দেয়ার জন্য যথেষ্টই বটে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার কে, তা প্রমাণের চেষ্টাই হয়তো চলছে। এই দাবার ম্যাচে কে জিতেছে, তা জানা না গেলেও, দুজনের ক্যাপশনেই কিন্তু সবটা পরিষ্কার, ‘বিজয় হলো মনের অবস্থা।’
সম্প্রতি পিয়ার্স মরগানের সঙ্গে বিস্ফোরক এক সাক্ষাত্কারে মেসিকে ‘ম্যাজিক’ বলে অভিহিত করেন রোনালদো। তিনি মন খুলে মেসির প্রতি তাঁর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমরা ১৬ বছর মঞ্চ ভাগ করেছি। একবার ভাবুন, ১৬টা বছর। সুতরাং, মেসির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি বলতে চাচ্ছি যে একজন বন্ধু হলেন তিনি, যিনি আপনার সঙ্গে আপনার বাড়িতে থাকেন, ফোনে কথা বলেন । সে অর্থে আমরা বন্ধু নই; তবে আমরা সতীর্থ। মেসি হলো সেই মানুষ, যিনি ফুটবলের জন্য সবকিছু করেন।’
কাতার ২০২২ হবে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পঞ্চম তথা শেষ ফিফা বিশ্বকাপ। শুভকামনা সময়ের সেরা দুই কিংবদন্তির জন্য।