ওয়েডিং এক্সপোতে বিয়ের ধুম
শেয়ার করুন
ফলো করুন

সারা বছরই বিয়ে-শাদি লেগে থাকলেও শরতের শেষে শীতের আগমনধ্বনির সঙ্গে সঙ্গেই আমাদের দেশে শুরু হয় বিয়ের মৌসুম। সামাজিক অনুষ্ঠান বলি আর সংস্কৃতির ধারক, বাহক, স্বরূপ বলি, বিয়ের আয়োজনগুলো যেন একটির চেয়ে আরেকটি অনন্য হয়ে ওঠে আপন বৈশিষ্ট্যে। ধর্মীয় বিশ্বাস, সামাজিক রীতি-নীতি, ব্যক্তিগত পছন্দ ছাড়া এখন আন্তর্জাতিক সব ট্রেন্ডের সঙ্গেও সমানতালে এগিয়ে যাচ্ছে দেশের বিয়ের আয়োজনগুলো।

মেহেদি বা ব্রাইডাল শাওয়ার অনুষ্ঠান থেকে শুরু করে একেবারে খাঁটি বাঙালি সাজপোশাকে বর-কনের উপস্থিতি, বিলাসবহুল হানিমুন থেকে শুরু করে নতুন সংসারের স্বপ্নের আসবাব—এই সবকিছুর আয়োজন একই ছাদের নিচে নিয়ে এসেছে বাংলাদেশ ওয়েডিং এক্সপো ২০২২। আয়োজনের দায়িত্বে ছিল লিংক্স ইভেন্টস।

বিজ্ঞাপন

প্রথম দিনের আয়োজন শুরু হয় জাঁকজমকপূর্ণ ফ্যাশন শোর মাধ্যমে। মোট আটটি ব্র্যান্ডের পোশাক, জুতা ও গয়না পরে মডেলরা অংশগ্রহণ করেন র‍্যাম্পে। ঝলমলে বিয়ের পোশাক ও বিয়ের অনুষ্ঠানে পরার মতো জমকালো আউটফিট নিয়ে মেলায় অংশ নিয়েছে সারা করিম কতুর, নায়িকা অব ঢাকা, মুনস বুটিক, নুজহাত নাওয়ার কালেকশনের মতো ব্র্যান্ডগুলো। গয়নায় নজর কেড়েছে গ্লুড টুগেদারের কালেকশন। বায়োজিন কসমেটিকেলস বিশেষ ছাড়ে ব্রাইডাল কেয়ার প্যাকেজ দিচ্ছে মেলায়।

সায়ামান রিসোর্টের তরফ থেকে রয়েছে মধুচন্দ্রিমায় ছাড়। আর আয়োজক বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বিয়ের অনুষ্ঠান বুকিংয়ে দিচ্ছে বড় ছাড়। জুতা, আসবাব, খাবারের আয়োজন সবকিছুই রয়েছে মেলায়। এই মেলার উদ্বোধনী দিনে ফ্যাশন শোর একটি বড় আকর্ষণ ছিল শো স্টপার হিসেবে জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের উপস্থিতি। তিনি পরেছেন সোনালি কাজের জমকালো ব্রাইডাল ওয়্যার। অন্য মডেলদের পরনে দেখা গেছে গোলাপি, লাল, সাদা, প্যাস্টেলসহ বিভিন্ন শেডের পোশাক। শাড়িতেও ঝলমলে কাজ। পুরুষদের পোশাকে জমকালো ভাব। রয়েছে সাদা, কালো, সোনালি, গোলাপি, লাল ইত্যাদি রঙের ব্যবহার।

বিজ্ঞাপন

২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) রাজদর্শন হলে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে উৎসবমুখর আয়োজন হলো বিয়ে। বিয়ে ঘিরে বিয়ের আগে–পরে খাবার, পোশাক, গানবাজনা, নাচ, আচার-অনুষ্ঠান সবকিছুর একটা বড় আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়।’ উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন আইসিসিবির চিফ অপারেটিং অফিসার এম এম জসিম উদ্দিন, আয়োজক লিংক্স ইভেন্টসের সিইও নুযাত নাওয়ার, বায়োজিনের ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) কামরুল হাসান রনি, সাইমন বিচ রিসোর্টের ব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আহসানুল হোসাইন।

মেলায় ঘুরে দেখা যায়, ৫০টি স্টলের উপস্থিতিতে জমে উঠেছে তিন দিনের বিয়ের মেলা। ফ্যাশন শোর মধ্য দিয়ে পর্দা ওঠে এ আয়োজনের। পাঞ্জাবি, কোটি, শেরওয়ানি ও পাগড়িতে বরের সাজে নিজেদের মেলে ধরেন পুরুষ মডেলরা। শাড়ি, লেহেঙ্গা, ভারী কাজের ওড়নাসহ সালোয়ার কামিজ পরে র‌্যাম্পে হাঁটেন কনে সাজা ও বিয়ের অনুষ্ঠানের সাজপোশাকে নারী মডেলরা। উদ্বোধনী অনুষ্ঠানে এই ওয়েডিং এক্সপোর সবচেয়ে আকর্ষণীয় প্যাভিলিয়ন হিসেবে পুরস্কার দেওয়া হয় আইসিসিবিকে।

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ১১: ৫১
বিজ্ঞাপন