হাল ফ্যাশন ডেস্ক
মডেলিং ছাড়াও অনুষ্ঠান সঞ্চালনা ও অভিনয়ের জগতেও সম্প্রতি নাম লিখিয়েছেন এই সময়ের প্রতিশ্রুতিশীল মডেল যশ মীর্জা। বর্তমানে তিনি আছেন ব্যাংককে। সেখানে থাইল্যান্ডের একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপন ও স্থির বিজ্ঞাপনের কাজ করছেন। ব্যাংকক থেকে সম্প্রতি হালফ্যাশনকে জানিয়েছেন তাঁর বর্তমান কাজের কথা।
কেমন কাটছে ওখানে? এমন প্রশ্নে যশ জানালেন যে বেশ সুন্দর ও ব্যস্ততার মধ্যেই আছেন। নিয়মিত জিম করা আর অবসরে ব্যাংককের নতুন বন্ধুদের সঙ্গে সময়ও কাটাচ্ছেন তিনি। এ ছাড়া সুযোগ পেলে বিভিন্ন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিচ্ছেন যশ।
ব্যাংককে বিজ্ঞাপনের শুটিংয়ের পাশাপাশি তিনি বিভিন্ন ফ্যাশন শোতে ক্যাটওয়াক করছেন করেছেন। সম্প্রতি তিনি ক্রেডিট কার্ড, কার্বনেটেড পানীয় ও ক্রুজশিপের মডেল হিসেবে কাজ করেছেন। ক্রুজশিপের লঞ্চিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া পাতায়ায় একটি ফ্যাশন ব্র্যান্ডের মডেল হিসেবে ফটোশুট করেন। এ ছাড়া ব্যাংককে একটি গেম অ্যাপসের লঞ্চিং অনুষ্ঠান সঞ্চালনাও করেন। এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট তো আছেই।
যশ বলেন, ‘ব্যাংককে ইতিমধ্যে অনেক কাজ করেছি। সামনে আরও ভালো কিছু কাজের প্রস্তাবও পেয়েছি। সেটার জন্য নিজেকে তৈরি করছি, প্রস্তুতি নিচ্ছি।’
যশের পরবর্তী পরিকল্পনা হলো ব্যাংককে ধারাবাহিকভাবে কাজ করা। ব্যাংককের এজেন্সি, ব্র্যান্ড ও সে দেশের মানুষদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছে তাঁর। তাই এখানে আরও কাজ করার ইচ্ছে আছে। বাংলাদেশে তো বটেই, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশে কাজ করতে চান তিনি।
ব্যাংককের পর তিনি আরও প্রস্তাব পেয়েছেন ভিয়েতনাম থেকে । তিনি বলেন, বাংলাদেশে ফিরেই ভিয়েতনামের যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেবেন। তবে তিনি জানাতে ভোলেননি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা আনন্দের যেমন, তেমন চ্যালেঞ্জেরও।
তিনি মডেলিং করছেন প্রায় চার বছর ধরে। এ বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস্টার ন্যাশনাল ইউনিভার্সের মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ক্যাটওয়াক, ম্যাগাজিন, ফ্যাশন ব্র্যান্ডের ফটোশুট ও বিজ্ঞাপনে মডেল হিসেবেই মূলত কাজ করেন।
ছবি: যশ মির্জার সৌজন্যে