সবচেয়ে এগিয়ে টেইলর সুইফট
শেয়ার করুন
ফলো করুন

মার্কিন বিপণনকেন্দ্রিক প্রতিষ্ঠান ইয়ার্ডের সংগৃহীত তথ্য অনুযায়ী, তারকাদের প্রাইভেট জেট উড়িয়ে যত্রতত্র আসা–যাওয়ার কারণে শুধু ২০২২ সালের এ পর্যন্ত গড়ে প্রতিজনের জন্য ৩ হাজার ৩৭৪ দশমিক ৬৪ টন কার্বন ডাই–অক্সাইড অবমুক্ত হয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে। এ পরিমাণ একজন সাধারণ মানুষের এক বছরের কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের ৪৮২ দশমিক ৩৭ গুণ বেশি। গ্রিনহাউস এফেক্ট, জলবায়ু বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাওয়াসহ পরিবেশদূষণে অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখে এ গ্যাস। পরিবেশদূষণ মাপার একক কার্বন ফুটপ্রিন্টে সবচেয়ে এগিয়ে আছেন বিখ্যাত সংগীতশিল্পী ও হলিউডের তারকা অভিনেত্রী টেইলর সুইফট। তিনি এ বছর জানুয়ারি থেকে ১৭০ বার উড়েছেন তাঁর ব্যক্তিগত জেটে, যার সময়কাল বা এয়ার মিনিট ১৫.৯ দিনের সমান (২২ হাজার ৯২৩ মিনিট)।

সাম্প্রতিককালে কাইলি জেনারের মাত্র ১২ মিনিটের ফ্লাইটের জন্য প্রাইভেট জেট ব্যবহার, ক্লোয়ি কার্ডাশিয়ানের কন্যাসহ প্রাইভেট জেটের ভেতরের ছবি প্রদর্শন নিয়ে বেশ বিতর্ক চলে। এ অবস্থায় এই জেট প্লেনগুলোর কারণে পরিবেশদূষণের তালিকার শীর্ষে থেকে টেইলর সুইফট সবার তোপের মুখে পড়েছেন। ইন্টারনেটে এ নিয়ে চলছে তুমুল নিন্দা ও সমালোচনা। অবশ্য টেইলর সুইফটের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, এই তারকার প্রাইভেট জেটটি প্রায়ই অন্য তারকারাও ভাড়া নিয়ে থাকেন এবং তাই এই কার্বন ফুটপ্রিন্টের দায় পুরোটা টেইলর সুইফটের ওপরে চাপানো ঠিক নয়।

ছবি: টেইলর সুইফটের ইন্সটাগ্রাম হ্যান্ডল

বিজ্ঞাপন
প্রকাশ: ০২ আগস্ট ২০২২, ১০: ২৬
বিজ্ঞাপন