নেইল পলিশ ব্যবসায় সোনাক্ষী
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

গত সোমবার ইনস্টাগ্রামে তিনটি ছবি দিয়ে বেশ আলোড়ন তুলেছেন সোনাক্ষী সিনহা। কী ছিল সেই তিন ছবিতে? ছবিগুলোয় ‘দাবাং’ গার্ল হিরের আংটি পরা অনামিকা দেখিয়েছেন। প্রতিটি ছবিতেই রয়েছে এক পুরুষের আংশিক উপস্থিতি। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘এটা আমার জন্য বিশেষ দিন, আমার স্বপ্ন সত্যি হতে চলেছে।’ এরপরই সোনাক্ষীর ভক্তকুলে শুরু হয় নানা জল্পনাকল্পনা। অনুরাগীরা ভাবতে শুরু করেন, হয়তো বাগদান সেরে ফেলেছেন তিনি। তাই শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে সোনাক্ষীর ইনস্টাগ্রামের দেয়াল।

বিজ্ঞাপন

তবে আসল ঘটনা অন্য। সব জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই। এবার অভিনয়ের পাশাপাশি তিনি নিজের জীবনের নতুন অধ্যায়ের কথা তুলে ধরলেন সবার সামনে। বুধবার নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। অনুরাগীদের চমকে দিয়ে তিনি বলেন, ‘আপনাদের অনেক জ্বালাতন করেছি। আমি একটা ইঙ্গিত দিয়েছিলাম কিন্তু কোনোটাই মিথ্যা ছিল না। আমার জন্য এটা বিশেষ দিন। কারণ, আমি আমার নিজস্ব ব্র্যান্ড “সো ইজি” লঞ্চ করেছি। সুন্দর নখের ওয়ান–স্টপ শপ। আমার স্বপ্নপূরণ হয়েছে। কারণ, প্রথমবারের মতো আমি বাণিজ্য দুনিয়ায় পা রেখেছি।’

সোমবার পোস্ট করা ছবিগুলো ভালোমতো খেয়াল করলে দেখা যাবে আসলে আংটি নয়, ‘দাবাং’ গার্ল দেখান নানা রঙের নখ। অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসার ময়দানে নেমেছেন তিনি। ‘সো ইজি’ ব্র্যান্ড বাজারে এনেছে নানা রঙের নেইল পলিশ। সোনাক্ষী নিজেই নিজের ব্র্যান্ডের মডেল। নতুন ব্যবসায়ীকে ভক্তমহল শুভেচ্ছা জানিয়েছেন।

ছবি: সোনাক্ষীর ইন্সটাগ্রাম হ্যান্ডল

বিজ্ঞাপন
প্রকাশ: ১২ মে ২০২২, ১৮: ৫৭
বিজ্ঞাপন