নতুন ফ্লেভার নিয়ে মেটাভার্সে কোক
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

মহাকাশ থেকে অনুপ্রাণিত স্টারলাইট ফ্লেভার কোলা দিয়ে তাক লাগিয়ে দেওয়ার মাসখানেকের মধ্যেই কোকাকোলা আবারও সবার মনোযোগ কেড়েছে তাদের মেটাভার্স উপযোগী পানীয় 'বাইট' বাজারে আনার ঘোষণা দিয়ে৷

বলা হচ্ছে, এই পানীয় হবে মেটাভার্সের দুনিয়ার প্রথম কোমল পানীয়। এই আপকামিং পানীয়ের ক্যানটির ডিজাইন অবশ্য সেটাই সমর্থন করে। পিক্সেলেটেড ফন্টে লেখা কোকাকোলা, ভার্চুয়াল স্পেসের আদলে অলংকরণ আর কসমিক রঙের ব্যবহারে ক্যানটি সত্যিই চোখে পড়ার মতো। এ জন্য কোকাকোলার জিরো সুগার বাইট এখন সবার আগ্রহের কেন্দ্রে। কম্পিউটার গেমিং জগৎ থেকে প্রেরণা নিয়ে তৈরি এই পানীয় সম্পর্কে বলা হচ্ছে, এর স্বাদে 'পিক্সেল'-এর ফ্লেভার পাওয়া যাবে।

বিজ্ঞাপন

ইতিমধ্যে লাতিন আমেরিকায় লঞ্চ হওয়া এই 'বাইট' আমেরিকা ও চীনের বাজারে আসছে মে মাসেই। গেমারদের মধ্যে এই ফ্লেভারটি নিয়ে চলছে তুমুল জল্পনাকল্পনা। আর বিশ্বের গেমার কমিউনিটির কথা মাথায় রেখেই এই কোকের ফ্লেভার এমন রাখা হয়েছে যেন প্রথমে চমকে দেওয়া উত্তেজনাময় এফেক্ট থাকে আর রেখে যায় রিফ্রেশিং এক সন্তোষ। এ যেন গেমের পাপ্যার আপের পরে কোনো একটি কঠিন লেভেল পার হওয়ার সন্তুষ্টির সঙ্গেই তুলনীয়। এই পিক্সেলেটেড ফ্লেভারের পানীয়ের স্বাদ ও অনুভব আস্বাদনে তাই আগ্রহের শেষ নেই।

বিজ্ঞাপন
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১২: ১৩
বিজ্ঞাপন