কক্সবাজারের সুগন্ধা বিচের সি ফুড
শেয়ার করুন
ফলো করুন

দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে খ্যাতি রয়েছে কক্সবাজারের। সারা বছরই পর্যটকেরা সেখানে ভিড় জমালেও শীতকালে পর্যটকের আনাগোনা থাকে সবচেয়ে বেশি। আর কক্সবাজার সমুদ্রসৈকতের অন্যতম এক আকর্ষণ এখানকার সি ফুড। কক্সবাজারের লাবণী, সুগন্ধা আর কলাতলী পয়েন্টেই পর্যটকের সমাগম সবচেয়ে বেশি হয়ে থাকে।

সুগন্ধা সৈকতে সন্ধ্যাবেলা গেলে দেখা মিলবে সারি সারি সি ফুড কার্টের। এই ছোট্ট দোকানগুলোতে আপনি সি ফুড পছন্দ করার পর আপনার সামনেই রান্না করা হবে আপনার পছন্দের সি ফুড। চলুন জেনে নিই সুগন্ধা বিচের কিছু লোভনীয় সি ফুডের কথা।

অক্টোপাস

সি ফুডের মধ্যে দেখতে সবচেয়ে চমকপ্রদ অক্টোপাস। অক্টোপাস একটি সামুদ্রিক প্রাণী, যার আটটি বাহু রয়েছে। সি ফুড হিসেবে এর বেশ কদর রয়েছে। শুধু তা–ই নয়, বিভিন্ন ভিটামিন ও খনিজে ভরপুর এই প্রাণী। সুগন্ধা বিচে অক্টোপাসের দাম শুরু ২৫০ টাকা থেকে।

বিজ্ঞাপন

স্কুইড বা কালামারি

অন্যতম এক সি ফুড হলো স্কুইড বা কালামারি। যাঁরা প্রথমবারের মতো সি ফুড খেতে যাচ্ছেন, তাঁরা নিঃসন্দেহে চেখে দেখতে পারেন এই খাবার। স্কুইড ভাজা খেতে কিছুটা চিংড়িভাজার মতোই। এর দাম শুরু হয় ১০০ টাকা থেকে।

লবস্টার

লবস্টার দেখতে খুবই লোভনীয় আর খেতেও মজাদার। বাগদা চিংড়ির সঙ্গে কিছুটা মিল রয়েছে। বিলাসী খাদ্য হিসেবে সারা পৃথিবীতে জনপ্রিয় লবস্টার। এর একেটির ওজন ৩০০ গ্রাম থেকে ১ দশমিক ৫ কেজি পর্যন্ত হতে পারে। দাম প্রতি কেজি সধারণত ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৭০০ টাকা হয়।

কাঁকড়া

স্বাদে-গন্ধে ভোজনরসিকদের কাছে অন্যতম আকর্ষণের। মাছ ও মাংসের মতো কাঁকড়ায় পাওয়া যায় প্রোটিন। সুগন্ধা বিচে এই মজাদার খাবারের প্রতি পিসের দাম পড়বে ১৫০ টাকা।

বিজ্ঞাপন
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ১২: ৩৮
বিজ্ঞাপন