চকলেটে কামড় দিলেই মিলবে আম-দইয়ের হিমশীতল সারপ্রাইজ
শেয়ার করুন
ফলো করুন

উপকরণ

ডার্ক কুকিং চকলেট ৩০০ গ্রাম

টক দই ২ কাপ

কনডেন্সড মিল্ক ২ টেবিল চামচ

আম ২টি (মাঝারি)

মাখন ১ টেবিল চামচ

বাদামকুচি ৩ টেবিল চামচ

বিজ্ঞাপন

প্রণালি

টক দই ছেঁকে পানি ঝরিয়ে নিতে হবে ভালো করে। এবার কনডেন্সড মিল্ক মিশিয়ে নিয়ে আমের টুকরা যোগ করতে হবে। ছোট কাপকেকের মোল্ডে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ২ ঘণ্টা বা ভালোভাবে সেট না হওয়া পর্যন্ত। এবার চকলেট গ্রেট করে মাখন মিশিয়ে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে গলিয়ে নিতে হবে।

এবার কাপকেকের আকারে জমাট বাঁধা আম-দইয়ের মিশ্রণ চকলেটে ডুবিয়ে নিয়ে আবার মোল্ডে রাখতে হবে। এবার মোল্ডের ওপর দিয়ে আরও একটু চকলেট ঢালতে হবে, যেন আম-দইয়ের ফ্রোজেন চাকতিটি পুরোপুরি ঢেকে যায়। এবার ওপরে কিছু বাদামকুচি ছিটিয়ে আবার কিছুক্ষণ ডিপ ফ্রিজে রাখতে হবে। পুরোপুরি সেট হয়ে গেলে বের করে সঙ্গে সঙ্গে পরিবেশন করতে হবে টক-মিষ্টি আর হিমশীতল আম-দইয়ের সারপ্রাইজ ভরা চকলেট ডেজার্ট।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৬: ২৩
বিজ্ঞাপন