শারদীয় ভোজের বিশেষ: আমসত্ত্বের অম্বল
শেয়ার করুন
ফলো করুন

উপকরণ

উপকরণ সামান্য কিন্তু তা দিয়ে হবে অসাধারণ এক পদ
উপকরণ সামান্য কিন্তু তা দিয়ে হবে অসাধারণ এক পদ

আমসত্ত্ব ২০০ গ্রাম
নারকেল ১টি
লেবু ১টি
চিনি স্বাদমতো

বিজ্ঞাপন

প্রণালি

সহজেই বানানো যায়
সহজেই বানানো যায়
দেখতে যেমন সুন্দর তেমনই উপাদেয়
দেখতে যেমন সুন্দর তেমনই উপাদেয়

আমসত্ত্ব পানিতে ভিজিয়ে রাখুন কিছু সময়। কোরানো নারকেল ভালোভাবে হাতে কচলে নিন। এবার আমসত্ত্ব, চিনি, নারকেল মিশিয়ে ভালোভাবে মেখে দুই গ্লাস ঠান্ডা পানি ও লেবুর রস মিশিয়ে নিন। পানি কতটুকু মেশাবেন, তা নির্ভর করবে আপনার পছন্দের ওপর। জুস হিসেবে খেতে চাইলে পানিটা একটু বেশি পরিমাণে মেশাতে হবে। পরিবেশনের সময় আমসত্ত্বের কিছু ছোট টুকরা ও লেবুর খোসা কুচি করে ছড়িয়ে পরিবেশন করুন টক–মিষ্টি স্বাদের মজাদার অম্বল।

বিজ্ঞাপন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ০০
বিজ্ঞাপন