দেশের প্রথম ফর্টিফায়েড বিস্কুট আনল গ্রামীণ ডানোন
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশের প্রতি ঘরে এখনো বিকেলের সবচেয়ে জনপ্রিয় নাশতা হলো চা ও টা। চায়ের সঙ্গে টা না হলে বিকেলটা আসলে তেমন জমে ওঠে না। বহুকাল ধরে চায়ের সঙ্গে টা হিসেবে চলে আসছে নানা স্বাদের বিস্কুট। তবে সব বিস্কুট পুষ্টিমান সমৃদ্ধ হয় না। তাই একই সঙ্গে স্বাদ ও পুষ্টিগুণ নিশ্চিত করতে গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের শক্তিপ্লাস এনেছে নতুন পাঁচটি ফ্লেভারের বিস্কুট। পরিবারের একেকজনের থাকে একেক রকম পছন্দ। কারও পছন্দ চকলেট, কারও–বা সাদাসিধে মেরী বিস্কুট। এই ভিন্ন স্বাদের চাহিদা বিবেচনায় রেখে নতুন পাঁচটি ফ্লেভার রাখা হয়েছে নতুন রেঞ্জের বিস্কুটগুলোতে।

আছে চকোচিপ, হরলিকস, লেমন, পিনাট ও মেরী টাইম এই পাঁচ স্বাদের বিস্কুট। শুধু স্বাদের দিক দিয়ে নয়, শক্তিপ্লাস খেয়াল রাখতে চেয়েছে পরিবারের স্বাস্থ্যের দিকেও। শক্তিপ্লাসের বিস্কুটগুলো পরিবারের সবার পছন্দের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পাশাপাশি বেশ পুষ্টিগুণ সমৃদ্ধও। এতে থাকা তিনটি বিশেষ পুষ্টি উপাদান পূরণ করে প্রতিদিনের ১৫ শতাংশ পুষ্টি চাহিদা। শক্তিপ্লাস বিস্কুট বাংলাদেশের প্রথম পুষ্টিযুক্ত বিস্কুট। কারণ, এই রেঞ্জের সবগুলো বিস্কুট ফর্টিফায়েড। অর্থাৎ এই বিস্কুটগুলোতে বিশেষভাবে পুষ্টি উপাদান যোগ করা থাকে। শক্তিপ্লাসের এই বিস্কুটগুলোয় যোগ করা হয়েছে আয়রন, জিংক আর আয়োডিন। এই প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো রক্তস্বল্পতা প্রতিরোধে, ইমিউনিটি বাড়াতে এবং মেধা বিকাশে সহায়তা করে থাকে।

বিজ্ঞাপন

শক্তিপ্লাসের দইগুলো যেমন বেশ জনপ্রিয়তা পেয়েছে এর স্বাদ ও পুষ্টিগুণের জন্য, তেমনি ইতিমধ্যে শক্তিপ্লাস বিস্কুটগুলোও বাজারে বেশ সুনাম কুড়াচ্ছে। আকর্ষণীয় মোড়কের কারণে ভোক্তাদের নজরও কেড়েছে বেশ।

বিস্কুট ছাড়াও শক্তিপ্লাসের আছে মিষ্টি দই, ফর্টিফায়েড প্লেইন দই, ভ্যানিলা, ম্যাঙ্গো, স্ট্রবেরি ফ্লেভারের দই, ফর্টিফায়েড সফট ড্রিংক পাউডার ও টেস্টি স্যালাইন। সম্প্রতি শক্তিপ্লাস পরিবারে এসেছে পাস্তুরিত তরল দুধও। নতুন শক্তিপ্লাসের পাঁচটি কুকিজ এবং বিস্কুটগুলো পারফেক্ট ফ্যামিলি সাইজ প্যাকে পাওয়া যাচ্ছে। ফ্লেভার ও ওজন অনুযায়ী কুকিজের দাম রাখা হয়েছে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত। শক্তিপ্লাসের এই নতুন বিস্কুটগুলো কিনতে হলে ওয়েবসাইটে অর্ডার করলেই ঢাকা মেট্রোর মধ্যে এই খাদ্যপণ্যগুলো দেওয়া হয় ফ্রি হোম ডেলিভারি।

ছবি: গ্রামীণ ডানোন

বিজ্ঞাপন
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১৩: ৩০
বিজ্ঞাপন