খিচুড়ির ক্রেভিং হলে কোথায় যাবেন?
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশের মানুষের কাছে খিচুড়ি এক আবেগের নাম। বৃষ্টির দিনে হোক বা যেকোনো ভোজের অনুষ্ঠানে, খিচুড়িই প্রথম পছন্দ আমাদের। ব্যাচেলরদের জন্য আবার খিচুড়ি হচ্ছে এক জীবনরক্ষাকারী খাবার। তবে মাঝে মাঝে চালে-ডালে চাপিয়ে দিয়ে ঘরে বানানো খিচুড়িতে মন ওঠেনা। ভালো সংবাদ হচ্ছে বেশ সুলভেই ঢাকার বিভিন্ন স্থানে বহু বছর ধরে সুনামের সঙ্গে খিচুড়ি পরিবেশন করে আসছে অনেকগুলো রেস্তোরাঁ। চলুন তবে জেনে নিই ঢাকার বিভিন্ন রেস্তোরাঁর সুস্বাদু ও জনপ্রিয় খিচুড়ির কথা।

কুকার্স-সেভেন

১/১৫
কারওয়ান বাজারের এই রেস্তোরাঁর খিচুড়ি খুব জনপ্রিয়
কারওয়ান বাজারের এই রেস্তোরাঁর খিচুড়ি খুব জনপ্রিয়
কুকার্স সেভেনের ফেসবুক
২/১৫
চিকেন খিচুড়ি ২৫০, বিফ খিচুড়ি ২৭০ আর ইলিশ খিচুড়ি ৪৯০ টাকা
চিকেন খিচুড়ি ২৫০, বিফ খিচুড়ি ২৭০ আর ইলিশ খিচুড়ি ৪৯০ টাকা
বিজ্ঞাপন

ঘরোয়া

৩/১৫
মহাখালী আর এলিফ্যান্ট রোডে আছে এই খিচুড়ির জন্য বিখ্যাত রেস্তোরাঁ
মহাখালী আর এলিফ্যান্ট রোডে আছে এই খিচুড়ির জন্য বিখ্যাত রেস্তোরাঁ
ঘরোয়ার ফেসবুক
৪/১৫
ঘরোয়ার খিচুড়ি সত্যিই জনপ্রিয়। বিফ খিচুড়ি ২৫০ টাকা প্লেট।
ঘরোয়ার খিচুড়ি সত্যিই জনপ্রিয়। বিফ খিচুড়ি ২৫০ টাকা প্লেট।
বিজ্ঞাপন

ভোজ   

৫/১৫
সেগুনবাগিচার এই রেস্তোরাঁর খিচুড়ির আছে
সেগুনবাগিচার এই রেস্তোরাঁর খিচুড়ির আছে
ভোজের ফেসবুক
৬/১৫
পরিবেশনাটি বেশ ছিমছাম ভোজের আচারি খিচুড়ির। চিকেন ২৮০, বিফ ৩৮০, মাতন ৪০০ আর হাঁস দিয়ে খিচুড়ি ৪৩০ টাকা দাম
পরিবেশনাটি বেশ ছিমছাম ভোজের আচারি খিচুড়ির। চিকেন ২৮০, বিফ ৩৮০, মাতন ৪০০ আর হাঁস দিয়ে খিচুড়ি ৪৩০ টাকা দাম
ভোজের ফেসবুক

বাঙালিয়ানা ভোজ

৭/১৫
এমন খিচুড়ি প্ল্যাটার পাবেন বাঙালিয়ানা ভোজে। শাখা আছে মোহাম্মদপুর, পান্থপথসহ অনেক জায়গায়
এমন খিচুড়ি প্ল্যাটার পাবেন বাঙালিয়ানা ভোজে। শাখা আছে মোহাম্মদপুর, পান্থপথসহ অনেক জায়গায়
বাঙালিয়ানা ভোজের ফেসবুক
৮/১৫
কালাভুনা দিয়ে খিচুড়ি তাদের মেনুতে জনপ্রিয় খুব
কালাভুনা দিয়ে খিচুড়ি তাদের মেনুতে জনপ্রিয় খুব
বাঙালিয়ানা ভোজের ফেসবুক

মজা

৯/১৫
মোহাম্মদপুরের তাজমহল রোডে এই মজা রেস্তোরাঁ
মোহাম্মদপুরের তাজমহল রোডে এই মজা রেস্তোরাঁ
মজা-র ফেসবুক
১০/১৫
কাঁসার থালায় মজার খিচুড়ি মিলবে এখানে
কাঁসার থালায় মজার খিচুড়ি মিলবে এখানে
মজা-র ফেসবুক

লালবাগ বিরিয়ানী

১১/১৫
ধানমন্ডি ১৫ নং এ সাতমসজিদ রোডে এই সুলভ অথচ অত্যন্ত সুস্বাদু খিচুড়ি জয়েন্ট
ধানমন্ডি ১৫ নং এ সাতমসজিদ রোডে এই সুলভ অথচ অত্যন্ত সুস্বাদু খিচুড়ি জয়েন্ট
লালবাগ বিরিয়ানির ফেসবুক
১২/১৫
বিফ খিচুড়ি ফুল প্লেট ২০০ টাকা এখানে। ডিম খিচুড়ি হাফ প্লেট ৬০ টাকা মাত্র
বিফ খিচুড়ি ফুল প্লেট ২০০ টাকা এখানে। ডিম খিচুড়ি হাফ প্লেট ৬০ টাকা মাত্র
লালবাগ বিরিয়ানির ফেসবুক

শমসের আলীর ভুনা খিচুড়ি

১৩/১৫
পুরান ঢাকার আলোচিত খিচুড়ি রেস্তোরাঁটি সাত রওজায় অবস্থিত
পুরান ঢাকার আলোচিত খিচুড়ি রেস্তোরাঁটি সাত রওজায় অবস্থিত
শমসের আলীর ভুনা খিচুড়ির ফেসবুক
১৪/১৫
সুন্দর পরিবেশনার এই খিচুড়ি ২০০ টাকা থেকে শুরু হয়
সুন্দর পরিবেশনার এই খিচুড়ি ২০০ টাকা থেকে শুরু হয়
শমসের আলীর ভুনা খিচুড়ির ফেসবুক
১৫/১৫
মাটন লেগ পিস দিয়ে পরিবেশিত খিচুড়ির দাম ৪০০ টাকা
মাটন লেগ পিস দিয়ে পরিবেশিত খিচুড়ির দাম ৪০০ টাকা
শমসের আলীর ভুনা খিচুড়ির ফেসবুক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৭: ০২
বিজ্ঞাপন