বাংলাদেশের মানুষের কাছে খিচুড়ি এক আবেগের নাম। বৃষ্টির দিনে হোক বা যেকোনো ভোজের অনুষ্ঠানে, খিচুড়িই প্রথম পছন্দ আমাদের। ব্যাচেলরদের জন্য আবার খিচুড়ি হচ্ছে এক জীবনরক্ষাকারী খাবার। তবে মাঝে মাঝে চালে-ডালে চাপিয়ে দিয়ে ঘরে বানানো খিচুড়িতে মন ওঠেনা। ভালো সংবাদ হচ্ছে বেশ সুলভেই ঢাকার বিভিন্ন স্থানে বহু বছর ধরে সুনামের সঙ্গে খিচুড়ি পরিবেশন করে আসছে অনেকগুলো রেস্তোরাঁ। চলুন তবে জেনে নিই ঢাকার বিভিন্ন রেস্তোরাঁর সুস্বাদু ও জনপ্রিয় খিচুড়ির কথা।