৬০ ঘণ্টায় তৈরি হয়েছে বিন্দুর পোশাক
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

পোশাক ডিজাইন ও তৈরিতে সময় পেয়েছেন মাত্র ৬০ ঘণ্টা
পোশাক ডিজাইন ও তৈরিতে সময় পেয়েছেন মাত্র ৬০ ঘণ্টা
ছবি: খালেদ সরকার

মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে আসার সিদ্ধান্ত হঠাৎ করেই নেন মডেল ও অভিনয়শিল্পী বিন্দু। তাই পোশাক ডিজাইন ও তৈরিতে সময় পেয়েছেন মাত্র ৬০ ঘণ্টা। তাঁর নিজের ফ্যাশন হাউস আফসান বিন্দু ডিজাইন স্টুডিওর এলিগ্যান্ট গাউনটি তৈরি করা হয়েছে এই বিশেষ দিনের লাল গালিচার জন্যই। বিন্দু বলেন, ‘লম্বা ও ঢিলেঢালা পোশাকই আমার সব সময়ে পছন্দ।’

বিজ্ঞাপন

চড়া রঙের পোশাক পরতে খুব একটা পছন্দ করেন না তিনি। এজন্য তাঁর গাউনে হালকা বাদামি, সাদা, প্যাস্টেলের মিশেল দেখা গেছে। গাউনের ওপরের অংশে সিকুইনের কাজ করা। গাউনের হাতায় আনা হয়েছে কিছুটা নাটকীয়তা। ফুল স্লিভ বানাতে ব্যবহার করা হয়েছে অ্যাপ্লিকে লেস। তার ওপরে ছিল বাদামি পাথর ও মুক্তার এমবেলিশমেন্ট।

গয়নায় খুব বেশি বাড়াবাড়ি ছিল না
গয়নায় খুব বেশি বাড়াবাড়ি ছিল না
ছবি: খালেদ সরকার

গয়নায় খুব বেশি বাড়াবাড়ি ছিল না। কানে পরেছিলেন ঝুলানো দুল। হাতে ব্রেসলেট আর আংটি। বিন্দুর গয়নার পৃষ্ঠপোষক গীতাঞ্জলি। আর তাঁর ম্যাট ফিনিশ নুড মেকআপ করেছে রেড বিউটি পার্লার।

বিজ্ঞাপন
প্রকাশ: ২৯ মে ২০২২, ০২: ০০
বিজ্ঞাপন