হালফ্যাশন ডেস্ক
আজ ৮ মে। মা দিবস। মায়েদের দিবস-রজনী, সমগ্র জীবনই আমাদের জন্য উৎসর্গ করে দেওয়া। তাই প্রতীকী হলেও দিনটিতে তাঁর জন্য পছন্দমতো উপহার কেনেন সন্তানেরা পরম শ্রদ্ধা ও ভালোবাসায়।
এমন দিনে মায়ের জন্য বিশেষ শাড়ির মতো সুন্দর উপহার আর কিছু হতেই পারে না। এবারে বেশ কয়েকটি ফ্যাশন হাউস ও অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ মা দিবসকে সামনে রেখে করে অপূর্ব সুন্দর কিছু শাড়ি ডিজাইন করেছে। এর মধ্য থেকে কয়েকটি নির্বাচিত শাড়ি নিয়ে মা দিবসের এই বিশেষ আয়োজন। এবারে মা দিবসের শাড়িতে আবহাওয়া বিবেচনায় হালকা রঙের সুতি, খাদি ও হাফসিল্ক জমিনে ব্লকের ব্যবহার দেখা যাচ্ছে বেশি।
ফ্যাশন হাউস ‘কইন্যা’র ডিজাইনার তাসমিনা তাবাসসুম জানান, মায়েদের কথা মাথায় রেখে এবার বেশ কিছু শাড়ি ডিজাইন করা হয়েছে। শাড়িগুলো হালকা রঙের। একটি শাড়িতে ২০টি ভাষায় ‘মা’ লেখা। আবার অন্য একটিতে ‘ভালোবাসি মা’ কথাটি লেখা রয়েছে। মা দিবসে মাকে দেওয়ার জন্য এর চেয়ে সুন্দর উপহার আর কী হতে পারে?
সুরঞ্জনার স্বত্বাধিকারী নূর নাহার তৃপ্তি বরাবরই হালকা জমিনে ব্লক, স্ক্রিনপ্রিন্ট ও হ্যান্ড পেইন্টের কাজ করতে ভালোবাসেন। মা দিবসের জন্য সুরঞ্জনার এই শাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন্মকথা’ কবিতার কয়েকটি চরণ কালো রঙে ব্লক করা হয়েছে আঁচলে ও বুকের কাছে। অফহোয়াইট জমিনে লাল টুকটুকে ছোট পাড়ের ধার ঘেঁষে উজ্জ্বল নীল টেম্পল প্যাটার্নের নকশা। আঁচল লাল ও অফহোয়াইট সুতার মিশেলে বোনা।
ডিজাইনার সায়কা শাহরিন তাঁর ব্যতিক্রমী ব্লকের জন্যই সবচেয়ে বেশি সমাদৃত। এবার মা দিবসের জন্য তিনি হাফসিল্কের শাড়িতে ব্লক করেছেন। এই শাড়ির সাদা জমিনে কালো রঙে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীরপুরুষ’ কবিতাটির প্রথম চরণগুলো ফুটিয়ে তুলেছেন। আঁচলে লাল রঙের ব্লকে একই কবিতার লাইন। লাল চিকন পাড় শাড়িটিকে দিয়েছে অনন্যতা।