তুষারশুভ্র গাউনে মেহজাবীনের স্নিগ্ধ সাজ
শেয়ার করুন
ফলো করুন

জমকালো নয়, বরং নিজের প্রিয় রং সাদা বলেই শ্বেতশুভ্র স্নিগ্ধ সাজই বেছে নিয়েছেন আজ জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। সাদা রং তাঁকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে বলেই তিনি মনে করেন। মেহজাবীনের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করা আনজারার এই তুষারশুভ্র, লম্বা ও নিচে ফ্রিল দেওয়া ফ্লেয়ারড গাউনের পুরোটায় সাদা পুঁতি আর রুপালি সিকুয়েন্সের কাজ। হাই নেক হলেও কাঁধ আর স্লিভের স্বচ্ছ ফেব্রিকে এমবেলিশমেন্টগুলো দারুণ ফুটে উঠেছে। কানে ছোট সাদা পাথরের টপ। সবচেয়ে নজর কাড়ছিল একধারে একাধিক সিঁথি রেখে পরিপাটি বানের হেয়ারস্টাইলটি। হাতে মানানসই আইভরি ক্লাচ। একটু গাঢ় ঠোঁটের সাজ আর লাল নেল কালারের সঙ্গে হালকা অথচ চোখে পড়ার মতো সেমি ম্যাট ফিনিশের মেকওভার করেছেন উইমেন্স ওয়ার্ল্ড থেকে।

১/৩
বিজ্ঞাপন
২/৩
বিজ্ঞাপন
৩/৩
প্রকাশ: ২৭ মে ২০২২, ১২: ২১
বিজ্ঞাপন