এবার ঈদে বটমে বৈচিত্র্য
শেয়ার করুন
ফলো করুন

দেহের নিচের অংশে যে পোশাকটি পরা হয়, সেটিকে বলা হয়ে থাকে বটমওয়্যার। ফ্যাশন ট্রেন্ডের দিকে তাকালে দেখা যাবে, বটমের ডিজাইন ও ধরন-ধারণে বেশ কিছু ভিন্নতা যুগে যুগে ঘুরেফিরে এসেছে টপের সঙ্গে সংগত হয়ে। মেয়েদের পোশাকে বটমের ভিন্নতা থাকলে তা বেশ নজর কেড়ে নেয়, আউটফিটকে করে তোলে স্টাইলিশ।

ফ্যাশন ব্র্যান্ডগুলোর তৈরি পোশাকে বটমওয়্যারের ক্ষেত্রে দেখা যাচ্ছে বহুবিধ বৈচিত্র্য
ফ্যাশন ব্র্যান্ডগুলোর তৈরি পোশাকে বটমওয়্যারের ক্ষেত্রে দেখা যাচ্ছে বহুবিধ বৈচিত্র্য
মডেল: ইলা; মেকওভার: মিরর মিরর; পোশাক: সোলাস্তা; স্টাইলিং ও কোরিওগ্রাফি: অখিলা সাহা ; ছবি: সাইফুল ইসলাম

আমাদের দেশে ঈদোৎসবে এবার ফ্যাশন ব্র্যান্ডগুলোর তৈরি পোশাকে বটমওয়্যারের ক্ষেত্রে দেখা যাচ্ছে বহুবিধ বৈচিত্র্য। আঁটসাঁট থেকে ঢিলেঢালা—কোনোটিই ট্রেন্ডের বাইরে নেই এবার, বরং সবই ইন ট্রেন্ড। লক্ষণীয় ব্যাপার হচ্ছে, অনেক ক্ষেত্রেই বটমসের সঙ্গে ষাটের দশকের ফ্যাশনের ফিরে আসার ইশারা পাওয়া যাচ্ছে। এর সঙ্গে দেশি ঈদ ফ্যাশনে বিশ্ব ফ্যাশনের হাওয়াও লেগেছে বেশ জোরেশোরে। আবার কয়েক বছর ধরে টিকে থাকা প্যান্ট ও চোস্ত পায়জামাও আছে দাপটের সঙ্গে।

বিজ্ঞাপন

কামিজ-ওড়নার সঙ্গে কয়েক ধরনের বটমের ব্যবহার দেখা যাচ্ছে—চোস্ত, চাপা প্যান্ট, শারারা, চুড়িদার ইত্যাদি। আর পাশ্চাত্য ধাঁচের বা ফিউশনধর্মী টপের সঙ্গে ব্যবহার দেখা যাচ্ছে পালাজ্জো, ধুতি প্যান্ট, স্কার্ট, পাটিয়ালা ও লেগিংসের।

বেশ কয়েক বছর ধরে প্যান্ট আছে পছন্দের তালিকায়। এবারও সমানতালে রয়েছে এর চাহিদা। দুই রকমের প্যান্ট এবারের ঈদ ফ্যাশনে জায়গা করে নিয়েছে। একটি হচ্ছে কম প্রস্থের স্লিম ফিট সিগারেট প্যান্ট, অপরটি ঢোলা ও বেশি ঘেরের। স্লিম ফিটের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ করা যাচ্ছে, যা হলো প্যান্টের নিচের অংশে লেস ও নেটের ব্যবহার। চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত লেস ও নেট ব্যবহার করে নকশা করা হচ্ছে।

বেশ কয়েক বছর ধরে প্যান্ট আছে পছন্দের তালিকায়
বেশ কয়েক বছর ধরে প্যান্ট আছে পছন্দের তালিকায়
মডেল: লিয়া; মেকওভার: মিরর মিরর; পোশাক: কিউরিয়াস; স্টাইলিং ও কোরিওগ্রাফি: অখিলা সাহা ; ছবি: সাইফুল ইসলাম

তবে ভিন্ন রং নয়, কাপড়ের সঙ্গে একই শেডে এসব অলংকরণ করা হচ্ছে। অনেকে প্যান্টের সাইড স্লিট করে নিচ্ছেন। আবার দৃশ্যমান বাটনের ব্যবহারও দেখা যাচ্ছে। বলা যেতে পারে, বেসিকে নয়, এবার মন মজেছে বিচিত্রতায়। মাঝারি প্রস্থের প্যান্টের পায়ের কাছের অংশে দেখা যাচ্ছে সৃজনশীলতা। চিকন লেস, চিকন বর্ডারের পাশাপাশি ব্লক প্রিন্ট করে মোটিফ বসিয়ে দিতে দেখা যাচ্ছে।

চুড়িদারের চুড়ির সংখ্যা কমেছে। চুড়িদারপ্রেমীরা অনেক চুড়ির সালোয়ার থেকে একটু সরে এসেছেন। চোস্ত পায়জামা বেশ আগ্রহ নিয়ে কিনছেন অনেকে। এ ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে টুইল কাপড়ের ব্যবহার। এর পাশাপাশি কিছু ফ্যাশন ব্র্যান্ড ব্লক ও স্ক্রিন প্রিন্টের কাপড় ব্যবহার করেও তৈরি করেছে চোস্ত পায়জামা। এই ট্রেন্ড নতুন নয়, বরং বাংলাদেশের ফ্যাশন ডিজাইনার আনিলা হক অন্তত ১৫ বছর আগে তাঁর ব্র্যান্ড অ্যান্ডেজে এটা চালু করেন।

বিজ্ঞাপন

ট্র্যাডিশনাল কাটের সালোয়ারে ঢেউয়ের অল্প দোলা দেখা যাচ্ছে। চিকন বর্ডার দিয়ে ঢিলেঢালা রাউন্ড শেপড সালোয়ার দেখা যাচ্ছে অল্পবিস্তর।

কটন শারারা এবারের ঈদ আয়োজনে ভিন্নতা এনেছে। হাঁটু থেকে শুরু হওয়া কুঁচিগুলো শেষ হয়েছে পায়ের পাতার কাছাকাছি। চিকন লেসে মুড়িয়ে নেওয়া হয়েছে শেষ অংশ। কামিজ ও লং টপের সঙ্গে এই বটম বেশ মানিয়ে যাচ্ছে।

কটন শারারা এবারের ঈদ আয়োজনে ভিন্নতা এনেছে
কটন শারারা এবারের ঈদ আয়োজনে ভিন্নতা এনেছে
মডেল: সোনিয়া; মেকওভার: মিরর মিরর; পোশাক: লা রিভ; স্টাইলিং ও কোরিওগ্রাফি: অখিলা সাহা ; ছবি: সাইফুল ইসলাম

পালাজ্জো এসেছিল প্রবল প্রতাপে। এখনো রয়ে গেছে এর রেশ। একরঙা পালাজ্জো এবারও বাজারে থাকবে। তেমন কোনো অলংকরণ নয়। এক রং, তাতেই সই! আরামের দিক থেকে পালাজ্জোকে পার হয়ে সামনে এগিয়ে যেতে পারেনি কোনো বটমই। কামিজ ও টপ উভয়ের সঙ্গেই মানানসই এই আরামদায়ক পালাজ্জো।

ধুতি প্যান্ট আর পাটিয়ালা দেখা যাচ্ছে কিশোরীদের পোশাকের সঙ্গে। কামিজের সঙ্গে দেখা যাচ্ছে স্কার্ট। এই ট্রেন্ড একেবারে নতুন কিছু নয়। তবে এবারের মতো এত বেশি মানুষের কাছে আগে কখনো জনপ্রিয়তা পায়নি এই কম্বিনেশন। সুতি, সিল্ক, স্যাটিনে তৈরি হচ্ছে এসব বটম। লেসের বাঁধনে বেঁধে দেওয়া হচ্ছে নিচের অংশ।

বটমের আরামের ক্ষেত্রে লেগিংসের একটি আলাদা ফ্যান বেইজ আছে। গরম আবহাওয়ার এ দেশে কামিজের সঙ্গে বাড়তি কোনো ওজন যোগ না করে আঁটসাঁট লেগিংস পরে স্বচ্ছন্দে বেরিয়ে যান অনেকেই। এবার ঈদেও এর ব্যবহার তাই দেখা যাবে। সুতির নিটওয়্যারর লেগিংসই বেশি পরছে এখন সবাই। এর বাইরে বেল বটম, ফ্লেয়ারড কাটও থাকবে আলোচনায়।

বটমের ক্ষেত্রে ব্যক্তিগত অভিরুচি যেমন ভূমিকা রাখছে, তেমনি আন্তর্জাতিক ট্রেন্ডের প্রভাবও কিন্তু কম নয়
বটমের ক্ষেত্রে ব্যক্তিগত অভিরুচি যেমন ভূমিকা রাখছে, তেমনি আন্তর্জাতিক ট্রেন্ডের প্রভাবও কিন্তু কম নয়
মডেল: লিয়া; মেকওভার: মিরর মিরর; পোশাক: কিউরিয়াস; স্টাইলিং ও কোরিওগ্রাফি: অখিলা সাহা ; ছবি: সাইফুল ইসলাম

ট্রেন্ড পর্যবেক্ষণের উপসংহার টানতে গিয়ে বলা যায়, দুই বছর ধরে মহামারিকবলিত পৃথিবীতে অন্তরিণ ঈদ কাটিয়ে এবার সব ধরনের বটমের সমন্বয়ে অত্যন্ত বৈচিত্র্যময় ঈদ লুক ধারণ করবেন সবাই। এ ক্ষেত্রে ব্যক্তিগত অভিরুচি যেমন ভূমিকা রাখছে, তেমনি আন্তর্জাতিক ট্রেন্ডের প্রভাবও কিন্তু কম নয়। আর দেশি ফ্যাশন দুনিয়ায় বটমের ক্ষেত্রে এত বিচিত্র সব অপশন রাখতে পারার জন্য অনলাইন ও ব্রিক অ্যান্ড মর্টার ফ্যাশন হাউসগুলো সত্যিই প্রশংসার দাবিদার।

প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ১৮: ০৩
বিজ্ঞাপন