বলিউড সুন্দরী উর্বশী রাউতেলা প্রতি বছরই কান চলচ্চিত্র উৎসবে হাজির হন অদ্ভুত সাজপোশাকে। এবারও সেদিক দিয়ে হতাশ করেন নি তিনি কাউকেই। নিজের সিনেমার প্রিমিয়ার হচ্ছে এই উতসবে। আর সেই সুযোগে আবারও আলোচনায় উঠে এলেন উর্বশী। পরনে যথারীতি আক্ষরিক অর্থেই চোখধাঁধানো পোশাক। নানা রঙে ঠাসা গাউনের সঙ্গে চড়া মেকআপ আর নাটকীয় মুকুটেই শেষ হয় নি এই লুক। হাতে রেখেছেন উর্বশী এক ক্রিস্টালের তোতাপাখি ক্লাচ যার দাম শুনে অবাক হচ্ছেন সবাই। ফ্যাশন ক্রিটিক ডাইয়েট সব্য এর সূত্র অনুযায়ী এই অদুত অনুষঙ্গের দাম সাড়ে পাঁচ লাখ টাকা।
ছবি: ইন্সটাগ্রাম