ছোট রাভিনা আর ছোট সাইফের চোখজুড়ানো শো স্টপার জু্টিতে ইন্ডিয়া কতুর উইকের সমাপন
শেয়ার করুন
ফলো করুন

ইন্ডিয়া কতুর উইকের বর্ণাঢ্য আয়োজন শেষ হলো ৩০ জুলাই। আর গ্র্যান্ড ফিনালে শোটি ছিল ভারতের অভিজ্ঞ ডিজাইনার জেজে ভালায়ার। ঐতিহ্যবাহী রাজসিক আমেজের কালেকশনে রীতিমতো চোখ ধাঁধিয়েছেন এই পাঞ্জাবি ডিজাইনার সবার। তবে শো স্টপার হয়ে চোখ জুড়িয়েছেন রাভিনা-কন্যা রাশা থাডানি আর সাইফ-পুত্র ইব্রাহিম আলী খান। আর এই দুজনকে আসলে ছোট রাভিনা আর ছোট সাইফ বললে একটুও অত্যুক্তি হয় না। মায়ের গ্রেস আর আবেদন ভরপুর দেখা যায় রাশার মাঝে। এদিকে সাইফের চার্ম আর রাজকীয় আমেজে একেবারে জমজই লাগে তাঁর ছেলে ইব্রাহিম আলী খানকে। চলুন তবে এ রাতে রাশা ও ইব্রাহিমের শো স্টপিং লুক দেখে নিই।

১/১০
ইন্ডিয়া কতুর উইকের ফিনালে শোয়ে এভাবেই দেখা দেন কিউট কাপল শো স্টপার রাশা থাডানি ও সাইফ আলী খান
ইন্ডিয়া কতুর উইকের ফিনালে শোয়ে এভাবেই দেখা দেন কিউট কাপল শো স্টপার রাশা থাডানি ও সাইফ আলী খান
বিজ্ঞাপন
২/১০
অভিজ্ঞ ডিজাইনার জেজে ভালায়ার কালেকশনের শো স্টপ করেছেন তাঁরা
অভিজ্ঞ ডিজাইনার জেজে ভালায়ার কালেকশনের শো স্টপ করেছেন তাঁরা
বিজ্ঞাপন
৩/১০
র‍্যাম্পে হাঁটার সময় তাদেরকে ছোট রাভিনা আর ছোট সাইফ লাগছিল একেবারেই
র‍্যাম্পে হাঁটার সময় তাদেরকে ছোট রাভিনা আর ছোট সাইফ লাগছিল একেবারেই
৪/১০
মা রাভিনার ধারালো মুখশ্রী আর গ্রেসে অনন্যা রাশা পরেছেন কপার জরির ঝমকালো লেহেঙ্গা। বোটনেক টপে লাল ঝোলানো পাথরের বর্ডার নজর কাড়ছে
মা রাভিনার ধারালো মুখশ্রী আর গ্রেসে অনন্যা রাশা পরেছেন কপার জরির ঝমকালো লেহেঙ্গা। বোটনেক টপে লাল ঝোলানো পাথরের বর্ডার নজর কাড়ছে
৫/১০
লেহেঙ্গার কালো স্কার্টে কপার জরির কাজ। সঙ্গে টপের সঙ্গে মিলিয়ে মিনাকারিও আছে
লেহেঙ্গার কালো স্কার্টে কপার জরির কাজ। সঙ্গে টপের সঙ্গে মিলিয়ে মিনাকারিও আছে
৬/১০
টু টওন ওড়লার বর্ডারেও একই জমকালো কাজ। খোলা চুলে আকর্ষোণ ছড়াচ্ছেন রাশা।
টু টওন ওড়লার বর্ডারেও একই জমকালো কাজ। খোলা চুলে আকর্ষোণ ছড়াচ্ছেন রাশা।
৭/১০
ইব্রাহিম যেন বাবা সাইফ আলী খানের প্রতিবিম্ব। পরেছেন কালো শেরওয়ানি-
ইব্রাহিম যেন বাবা সাইফ আলী খানের প্রতিবিম্ব। পরেছেন কালো শেরওয়ানি-
৮/১০
একই রঙের কারুকাজ আর বর্ণিল পাইপেনে রাজকীয় ভাব এসেছে পুরো লুকে
একই রঙের কারুকাজ আর বর্ণিল পাইপেনে রাজকীয় ভাব এসেছে পুরো লুকে
৯/১০
আফগান প্যাটার্নের সুরমা রঙের সিল্কের পাজামা ও কুর্তা পরেছেন তিনি ভেতরে। সঙ্গে কালো জুতা।
আফগান প্যাটার্নের সুরমা রঙের সিল্কের পাজামা ও কুর্তা পরেছেন তিনি ভেতরে। সঙ্গে কালো জুতা।
১০/১০
সব মিলিয়ে এদিন নজর ফেরানো যাচ্ছিল না ছোট রাভিনা ও ছোট সাইফের দিক থেকে।
সব মিলিয়ে এদিন নজর ফেরানো যাচ্ছিল না ছোট রাভিনা ও ছোট সাইফের দিক থেকে।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৯: ২৯
বিজ্ঞাপন