ইন্ডিয়া কতুর উইকের বর্ণাঢ্য আয়োজন শেষ হলো ৩০ জুলাই। আর গ্র্যান্ড ফিনালে শোটি ছিল ভারতের অভিজ্ঞ ডিজাইনার জেজে ভালায়ার। ঐতিহ্যবাহী রাজসিক আমেজের কালেকশনে রীতিমতো চোখ ধাঁধিয়েছেন এই পাঞ্জাবি ডিজাইনার সবার। তবে শো স্টপার হয়ে চোখ জুড়িয়েছেন রাভিনা-কন্যা রাশা থাডানি আর সাইফ-পুত্র ইব্রাহিম আলী খান। আর এই দুজনকে আসলে ছোট রাভিনা আর ছোট সাইফ বললে একটুও অত্যুক্তি হয় না। মায়ের গ্রেস আর আবেদন ভরপুর দেখা যায় রাশার মাঝে। এদিকে সাইফের চার্ম আর রাজকীয় আমেজে একেবারে জমজই লাগে তাঁর ছেলে ইব্রাহিম আলী খানকে। চলুন তবে এ রাতে রাশা ও ইব্রাহিমের শো স্টপিং লুক দেখে নিই।
ছবি: ইন্সটাগ্রাম