পোশাক ও পরিবেশ এক সুতায় গাঁথা—এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন উইক ২০২৩। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) আয়োজিত দুই দিনের এ ফ্যাশন উৎসবে ২৪ জন ফ্যাশন ডিজাইনারের সংগ্রহ উপস্থাপিত হয়। এর মধ্য ছিল ছয়জন ভারতীয় ডিজাইনার। দ্বিতীয়, তথা শেষ দিনের শো শুরু হয় এফডিসিবি মাহিন খানের সংগ্রহ দিয়ে আর পর্দা নামে সাধারণ সম্পাদক শৈবাল সাহার সংগ্রহ উপস্থাপনায়। এর মধ্যে নজরকাড়া সংগ্রহ ছিল লিপি খন্দকার, শাহরুখ আমিন, তেনজিং চাকমা, ফাইজা আহমেদ ও মাধুরী সঞ্চিতা স্মৃতির সংগ্রহ। তবে বাংলাদেশিদের মধ্যে আরও ছিলেন রুখসানা এসরার রুনি ও কামরুল হাসান রিয়াদ। এদিন তিন ভারতীয় ডিজাইনার ছিলেন পারমিতা ব্যানার্জি চার্লি, ম্যাথলেনা ও সৌমিত্র মণ্ডল।
প্রথম দিনের মতো বাংলাদেশ ফ্যাশন উইকের দ্বিতীয় দিন শুরু হয় পাওয়ার পার্টনার এপেক্সের কিউ দিয়ে। এরপর ছিল আরেক পৃষ্ঠপোষক স্ট্রিক্সের কিউ।
ছবি: সাইফুল ইসলাম