বৈচিত্র্যময় পোশাকের উপস্থাপনায় সমাপ্তি

হাল ফ্যাশন ডেস্ক

পোশাক ও পরিবেশ এক সুতায় গাঁথা—এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন উইক ২০২৩। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) আয়োজিত দুই দিনের এ ফ্যাশন উৎসবে ২৪ জন ফ্যাশন ডিজাইনারের সংগ্রহ উপস্থাপিত হয়। এর মধ্য ছিল ছয়জন ভারতীয় ডিজাইনার। দ্বিতীয়, তথা শেষ দিনের শো শুরু হয় এফডিসিবি মাহিন খানের সংগ্রহ দিয়ে আর পর্দা নামে সাধারণ সম্পাদক শৈবাল সাহার সংগ্রহ উপস্থাপনায়। এর মধ্যে নজরকাড়া সংগ্রহ ছিল লিপি খন্দকার, শাহরুখ আমিন, তেনজিং চাকমা, ফাইজা আহমেদ ও মাধুরী সঞ্চিতা স্মৃতির সংগ্রহ। তবে বাংলাদেশিদের মধ্যে আরও ছিলেন রুখসানা এসরার রুনি ও কামরুল হাসান রিয়াদ। এদিন তিন ভারতীয় ডিজাইনার ছিলেন পারমিতা ব্যানার্জি চার্লি, ম্যাথলেনা ও সৌমিত্র মণ্ডল।

প্রথম দিনের মতো বাংলাদেশ ফ্যাশন উইকের দ্বিতীয় দিন শুরু হয় পাওয়ার পার্টনার এপেক্সের কিউ দিয়ে। এরপর ছিল আরেক পৃষ্ঠপোষক স্ট্রিক্সের কিউ।

ছবি: সাইফুল ইসলাম

বিজ্ঞাপন
১/১৪
অ্যাপেক্সের উপস্থাপনা
অ্যাপেক্সের উপস্থাপনা
বিজ্ঞাপন
২/১৪
স্ট্রিক্সের উপস্থাপনা
স্ট্রিক্সের উপস্থাপনা
৩/১৪
মাহিন খানের সংগ্রহে দেখা গেছে বাংলার ঐতিহ্যবাহী কারুশিল্পের নান্দিনকতা
মাহিন খানের সংগ্রহে দেখা গেছে বাংলার ঐতিহ্যবাহী কারুশিল্পের নান্দিনকতা
৪/১৪
শাহরুখ আমিনের শাড়িতে ছিল চিরন্তনী আবেগের উদযাপন
শাহরুখ আমিনের শাড়িতে ছিল চিরন্তনী আবেগের উদযাপন
৫/১৪
পোশাকে বয়ন নিপুণতা তুলে ধরেছেন পারমিতা ব্যানার্জি
পোশাকে বয়ন নিপুণতা তুলে ধরেছেন পারমিতা ব্যানার্জি
৬/১৪
বাংলাদেশের জীববৈচিত্র্যের স্বরূপ অন্বেষণ করেছেন তেনজিং চাকমা
বাংলাদেশের জীববৈচিত্র্যের স্বরূপ অন্বেষণ করেছেন তেনজিং চাকমা
৭/১৪
রুখসানা এসরার রুনির কালেকশন ছিল 
কক্সবাজার সমুদ্র সৈকতের অপূর্ব সৌন্দর্যে প্রাণিত
রুখসানা এসরার রুনির কালেকশন ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের অপূর্ব সৌন্দর্যে প্রাণিত
৮/১৪
মাধুরী সঞ্চিতা স্মৃতি প্রদর্শন করেন তার দ্য সেন্ট অব স্প্রিং
মাধুরী সঞ্চিতা স্মৃতি প্রদর্শন করেন তার দ্য সেন্ট অব স্প্রিং
৯/১৪
চার্লি ম্যাথলেনার কাজে সংস্কৃতি ও চেতনার গভীরে প্রোথিত ভঙ্গুর বাস্তুতন্ত্রকে রক্ষার দায় প্রকাশ পেয়েছে
চার্লি ম্যাথলেনার কাজে সংস্কৃতি ও চেতনার গভীরে প্রোথিত ভঙ্গুর বাস্তুতন্ত্রকে রক্ষার দায় প্রকাশ পেয়েছে
১০/১৪
লিপি খন্দকারের সংগ্রহ ‘বেজ মুড’-এর প্রেরণা বাংলার ঐতিহ্যবাহী কাপড়ের রঙ ও গড়ন
লিপি খন্দকারের সংগ্রহ ‘বেজ মুড’-এর প্রেরণা বাংলার ঐতিহ্যবাহী কাপড়ের রঙ ও গড়ন
১১/১৪
কামরুল হাসান রিয়াদ উপস্থাপন করেন ‘‘বিউটি অব গ্র্যাভিটি’ শিরোনামের সংগ্রহ
কামরুল হাসান রিয়াদ উপস্থাপন করেন ‘‘বিউটি অব গ্র্যাভিটি’ শিরোনামের সংগ্রহ
১২/১৪
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিষয়কে মাথায় রেখে  ফাইজা আহমেদের সৃজন–অর্ঘ্য ‘দেশভক্তি’
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিষয়কে মাথায় রেখে ফাইজা আহমেদের সৃজন–অর্ঘ্য ‘দেশভক্তি’
১৩/১৪
ইতিহাসের দ্যোতনায় সৌমিত্র মণ্ডলের সংগ্রহ ‘মুসাফির’
ইতিহাসের দ্যোতনায় সৌমিত্র মণ্ডলের সংগ্রহ ‘মুসাফির’
১৪/১৪
প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ১১: ২৫
বিজ্ঞাপন