হাল ফ্যাশন রিপোর্ট
ফ্যাশন ডিজাইনারস কাউন্সিল অব বাংলাদেশের আয়োজনে বাংলাদেশ ফ্যাশন উইক ২০২৩ শুরু হয় বৃহস্পতিবার। দুই দিনের এই আয়োজনে মোট ২৪ জন ফ্যাশন ডিজাইনার অংশ নিচ্ছেন। এর মধ্যে এফডিসিবির সদস্য ১৮ জন ও ৬ জন ভারতীয় ফ্যাশন ডিজাইনার রয়েছেন। বাংলাদেশ ফ্যাশন উইক ২০২৩-এর মূল প্রতিপাদ্য বিষয়, ‘টেকসই ও দীর্ঘমেয়াদি ফ্যাশন’। আয়োজকদের মতে, প্রদর্শনীটি ফ্যাশন ডিজাইনার, খুচরা বিক্রেতা ও বিলাসবহুল অংশীজনদের একত্র করেছে।
সদ্য প্রয়াত ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় এবারের বাংলাদেশ ফ্যাশন উইক। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক অ্যাপেক্স, বিশেষ পৃষ্ঠপোষক হুন্দাই বাংলাদেশ ও ব্যাংকিং অংশীজন কমিউনিটি ব্যাংক। এ ছাড়া আয়োজনটিতে সহযোগিতা করছে বাই হেয়ার নাও, এমটিবি, স্ট্রিক্স, মায়া, উজ্জ্বলা কেয়ার, নেচুরা কেয়ার লিমিটেড।
ছবি: সাইফুল ইসলাম






































