বাংলাদেশ ফ্যাশন উইক
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন রিপোর্ট

ফ্যাশন ডিজাইনারস কাউন্সিল অব বাংলাদেশের আয়োজনে বাংলাদেশ ফ্যাশন উইক ২০২৩ শুরু হয় বৃহস্পতিবার। দুই দিনের এই আয়োজনে মোট ২৪ জন ফ্যাশন ডিজাইনার অংশ নিচ্ছেন। এর মধ্যে এফডিসিবির সদস্য ১৮ জন ও ৬ জন ভারতীয় ফ্যাশন ডিজাইনার রয়েছেন। বাংলাদেশ ফ্যাশন উইক ২০২৩-এর মূল প্রতিপাদ্য বিষয়, ‘টেকসই ও দীর্ঘমেয়াদি ফ্যাশন’। আয়োজকদের মতে, প্রদর্শনীটি ফ্যাশন ডিজাইনার, খুচরা বিক্রেতা ও বিলাসবহুল অংশীজনদের একত্র করেছে।

সদ্য প্রয়াত ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় এবারের বাংলাদেশ ফ্যাশন উইক। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক অ্যাপেক্স, বিশেষ পৃষ্ঠপোষক হুন্দাই বাংলাদেশ ও ব্যাংকিং অংশীজন কমিউনিটি ব্যাংক। এ ছাড়া আয়োজনটিতে সহযোগিতা করছে বাই হেয়ার নাও, এমটিবি, স্ট্রিক্স, মায়া, উজ্জ্বলা কেয়ার, নেচুরা কেয়ার লিমিটেড।

ছবি: সাইফুল ইসলাম

১/৩৯
প্রথম কালেকশনটি ছিল ডিজাইনার চন্দনা দেওয়ানের
প্রথম কালেকশনটি ছিল ডিজাইনার চন্দনা দেওয়ানের
২/৩৯
মঙ্গল শোভাযাত্রা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই কালেকশনটি তৈরি করেন
মঙ্গল শোভাযাত্রা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই কালেকশনটি তৈরি করেন
৩/৩৯
লোকসংস্কৃতির নানা উপাদানের প্রতিকৃতি যুক্ত ছিলো সংগ্রহটিতে
লোকসংস্কৃতির নানা উপাদানের প্রতিকৃতি যুক্ত ছিলো সংগ্রহটিতে
বিজ্ঞাপন
৪/৩৯
এরপর ভারতীয় ডিজাইনার গুঞ্জন জৈন এর সংগ্রহ প্রদর্শীত হয়
এরপর ভারতীয় ডিজাইনার গুঞ্জন জৈন এর সংগ্রহ প্রদর্শীত হয়
৫/৩৯
ডিজাইনার কালেকশনটির নাম দিয়েছেন ‘ফ্ল্যামিঙ্গো’
ডিজাইনার কালেকশনটির নাম দিয়েছেন ‘ফ্ল্যামিঙ্গো’
৬/৩৯
কালেকশনটিতে তুষার এবং মালবেরি সিল্কের বুননে তৈরি শাড়িতে গুঞ্জন তুলে ধরেছেন ভারতের জালা এবং ইকাত বুনন ঐতিহ্যকে।
কালেকশনটিতে তুষার এবং মালবেরি সিল্কের বুননে তৈরি শাড়িতে গুঞ্জন তুলে ধরেছেন ভারতের জালা এবং ইকাত বুনন ঐতিহ্যকে।
বিজ্ঞাপন
৭/৩৯
ডিজাইনার আফসানা ফেরদৌসী তার 'নীল নদীর গল্প' শিরোনামের কালেকশনটি প্রদর্শন করেন
ডিজাইনার আফসানা ফেরদৌসী তার 'নীল নদীর গল্প' শিরোনামের কালেকশনটি প্রদর্শন করেন
৮/৩৯
আফসানার কালেকশনে চিত্রিত হয়েছে একটি নদীর গল্প এবং জলজ জীবন
আফসানার কালেকশনে চিত্রিত হয়েছে একটি নদীর গল্প এবং জলজ জীবন
৯/৩৯
১০/৩৯
ঐতিহ্যবাহী নকশি কাঁথা সেলাইয়ে ডিজাইনার তুলে ধরেছেন নদীর সৌন্দর্য
ঐতিহ্যবাহী নকশি কাঁথা সেলাইয়ে ডিজাইনার তুলে ধরেছেন নদীর সৌন্দর্য
১১/৩৯
পরবর্তি কিউতে ডিজাইনার রিফাত রহমান তার স্প্রিং/সামার ২৩ কালেকশনটির প্রদর্শন করেন।
পরবর্তি কিউতে ডিজাইনার রিফাত রহমান তার স্প্রিং/সামার ২৩ কালেকশনটির প্রদর্শন করেন।
১২/৩৯
১৩/৩৯
১৪/৩৯
তার কালেকশনে উঠে আছে ট্রেন্ড রঙ ও নকশার পোশাক
তার কালেকশনে উঠে আছে ট্রেন্ড রঙ ও নকশার পোশাক
১৫/৩৯
‘৯০-এর রোমান্টিক’ শিরোনামের কালকশনটি তুলে ধরেন ডিজাইনার তাসফিয়া আহমেদ
‘৯০-এর রোমান্টিক’ শিরোনামের কালকশনটি তুলে ধরেন ডিজাইনার তাসফিয়া আহমেদ
১৬/৩৯
১৭/৩৯
১৮/৩৯
১৯/৩৯
পোস্টেজ স্ট্যাম্প এবং হাতে লেখা চিঠি এর অনুপ্রেরণায় কালকশনটি তৈরি করেছেন ডিজাইনার সাদিয়া রূপা
পোস্টেজ স্ট্যাম্প এবং হাতে লেখা চিঠি এর অনুপ্রেরণায় কালকশনটি তৈরি করেছেন ডিজাইনার সাদিয়া রূপা
২০/৩৯
২১/৩৯
২২/৩৯
‘কিনিহো’ শিরোনামের কালেকশনটি প্রদর্শন করেন ভারতীয় ডিজাইনার ইবা মাল্লাই
‘কিনিহো’ শিরোনামের কালেকশনটি প্রদর্শন করেন ভারতীয় ডিজাইনার ইবা মাল্লাই
২৩/৩৯
২৪/৩৯
২৫/৩৯
অরেঞ্জ ব্লুম শিরোনামের কালেকশনটি প্রদর্শন করেন নওশীন খায়ের
অরেঞ্জ ব্লুম শিরোনামের কালেকশনটি প্রদর্শন করেন নওশীন খায়ের
২৬/৩৯
২৭/৩৯
২৮/৩৯
তরুণ ডিজাইনার ইমাম হাসান প্রদর্শন করেন তার রিসোর্ট ওয়্যার কালেকশন ২০২৩ নিয়ে
তরুণ ডিজাইনার ইমাম হাসান প্রদর্শন করেন তার রিসোর্ট ওয়্যার কালেকশন ২০২৩ নিয়ে
২৯/৩৯
৩০/৩৯
৩১/৩৯
ডিজাইনার তানহা শেখ তার রাইডিং দ্য ওয়েডস অফ লাইফ" শিরোনামের কালেকশনটি উপস্থাপন করেন
ডিজাইনার তানহা শেখ তার রাইডিং দ্য ওয়েডস অফ লাইফ" শিরোনামের কালেকশনটি উপস্থাপন করেন
৩২/৩৯
৩৩/৩৯
৩৪/৩৯
ভারতের ডিজাইনার রিমি নায়ক তার ‘বোটানিক্স’ শিরোনামের গ্রীষ্ম/রিসর্ট ২০২৩ সংগ্রহটি প্রদর্শন করেন
ভারতের ডিজাইনার রিমি নায়ক তার ‘বোটানিক্স’ শিরোনামের গ্রীষ্ম/রিসর্ট ২০২৩ সংগ্রহটি প্রদর্শন করেন
৩৫/৩৯
৩৬/৩৯
৩৭/৩৯
বাংলাদেশ ফ্যাশন উইক ২০২৩-এর প্রথম দিনের শেষ ডিজাইনার ছিলেন বাংলাদেশের কুহু গ্রামস্তন
বাংলাদেশ ফ্যাশন উইক ২০২৩-এর প্রথম দিনের শেষ ডিজাইনার ছিলেন বাংলাদেশের কুহু গ্রামস্তন
৩৮/৩৯
৩৯/৩৯
প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ১৩: ৩৪
বিজ্ঞাপন