মিনিমালিজম আর আভিজাত্যের মিশেলে সাড়া জাগিয়েছে পটের বিবির 'রাধা' শাড়ি
শেয়ার করুন
ফলো করুন

'রাধা' নামটি শুনলেই মনে হয় চোখ জুড়ানো সৌন্দর্যের কথা। আর সে সৌন্দর্য যেন চোখের সঙ্গে সঙ্গে মনও জুড়ায়। নেই তাতে জবড়জং কোনো ব্যাপার। সাদাসিধে হলেও এলিগ্যান্ট সেই সুন্দর সকলের মন কাড়ে। আবার তার সঙ্গে নজরও। দেশের সুপরিচিত ফ্যাশন উদ্যোগ পটের বিবি এবার ঠিক এমনই একটি শাড়ি এনেছে 'রাধা' নামে।

'রাধা' নামটি শুনলেই মনে হয় চোখ জুড়ানো সৌন্দর্যের কথা
'রাধা' নামটি শুনলেই মনে হয় চোখ জুড়ানো সৌন্দর্যের কথা
এই শাড়ির বৈশিষ্ট্য   বৈচিত্র্যময় কালার প্যালেট
এই শাড়ির বৈশিষ্ট্য বৈচিত্র্যময় কালার প্যালেট

উদ্যোগটির প্রাণভোমরা ফোয়ারা ফেরদৌসের সঙ্গে এই সাড়া জাগানো 'রাধা' শাড়ি নিয়ে কথা হলো। পটের বিবি সাধারণত নানা সিগনেচার ব্লকপ্রিন্ট নিয়েই কাজ করে বেশি। এছাড়া পরার সঙ্গে সঙ্গে সে শাড়িগুলো পড়া যায়, অর্থাৎ পটের বিবির নানা পংক্তি ও লিপিমালায় অলঙ্কৃত শাড়িগুলোও ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকে। ফোয়ারা বললেন, সেই বৃত্ত থেকে বেরিয়ে একটু অন্যরকম কিছু করতে মন টানছিল তাঁর এবারে। যেই কথা সেই কাজ। হয়ে গেল রাধা শাড়ি তৈরির পরিকল্পনা। সত্যিই একেবারে সাদামাটা আর মিনিমালিজম মেনে কিছু করতে চেয়েছেন এবারের সংগ্রহের জন্য এই ডিজাইনার। অনুপ্রেরণা আমাদের সেই চিরায়ত সরু সোনালি পাড়ের টাঙ্গাইল শাড়ি। তবে তাতে যে ব্যাপারটি 'রাধা' শাড়ির বৈশিষ্ট্য হিসেবে যোগ হয়েছে সেটি হচ্ছে বৈচিত্র্যময় কালার প্যালেট। আর এটিই একে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গিয়েছে।

বিজ্ঞাপন

ফোয়ারা বললেন, 'সচরাচর যে রংগুলো আমরা দেখি না টাঙ্গাইল শাড়িতে, সেগুলোকেই রাধা শাড়িতে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি'। প্রথম দফায় ৭টি রঙে অত্যন্ত উন্নত মানের সুতি ফেব্রিকে সরু সোনালি পাড়ের এই শাড়িগুলো আনেন তিনি। আর তাতে অভূতপূর্ব সাড়া মিলেছিল বলে সম্প্রতি আয়োজিত উদ্যোক্তা মেলা আনন্দ উঠান-এ তিনি এনেছেন রাধা শাড়ির আরও ৮টি রং। আর এখন এই ১৫টি রঙের রাধা পটের বিবির মোস্ট ওয়ান্টেড শাড়ি হয়ে দাঁড়িয়েছে।

মিনিমালিজম আর আভিজাত্য দুই-ই মিলছে এই শাড়ির লুকে
মিনিমালিজম আর আভিজাত্য দুই-ই মিলছে এই শাড়ির লুকে

আসলে মিনিমালিজম আর আভিজাত্য দুই-ই মিলছে এই শাড়ির লুকে। মনোক্রোম পোশাকের ফ্যাশন এখন এমনিতেই ট্রেন্ডের শীর্ষে। অথচ যুগযুগ ধরেই সরু পাড়ের এমন একরঙা শাড়িতে আমরা নিজেদেরকে সাজিয়ে এসেছি। আর সেই ফ্যাশনকেই নতুন করে বৈচিত্র্যময় কালার প্যালেটে উপস্থাপন করেছে পটের বিবি। ফোয়ারা বললেন, ক্রেতাদের তরফ থেকে এত উচ্ছসিত সাড়া মিলছে যে তিনি সামনে বসন্ত ও বৈশাখে আরও নতুন নতুন রঙে এই রাধা শাড়ির আনার পরিকল্পনা করছেন।

বিজ্ঞাপন

ফোয়ারার বয়ানে, অনেক সময় একটি রংকে কেন্দ্র করেই সাজপোশাক আবর্তিত হতে পারে। আর তাঁর কাছে মনে হয়েছে, এখানে খুব কন্ট্রাস্ট বা প্রিন্টেড বা স্টেটমেন্ট ঘরানার ব্লাউজ পরলে রাধা শাড়িটির আবেদন পুরোপুরি সার্থক হবে না। এদিকে শাড়ির সঙ্গে ব্লাউজ মেলানোর ঝকমারি এক বিশাল ব্যাপার। তার মধ্যে রাধা শাড়ির রংগুলোর শেডও ব্যতিক্রমী।তাই শাড়ি ব্লাউজের কমপ্লিট প্যাকেজই থাকছে এক্ষেত্রে। এতে কিন্তু এই শাড়িটিতে বাড়তি ভ্যালু যোগ হয়েছে, বলতে হয়।

অনেক সময় একটি রংকে কেন্দ্র করেই সাজপোশাক আবর্তিত হতে পারে
অনেক সময় একটি রংকে কেন্দ্র করেই সাজপোশাক আবর্তিত হতে পারে

এমন একটি শাড়ি এত রঙে এভাবে আনার কথা কীভাবে মাথায় এল জানতে চাইলে ফোয়ারা বললেন,'সবসময় আসলে আমাদের জমকালো বা খুব নজরকাড়া কোনো প্রিন্ট ক্যারি করার মতো মুড থাকেনা। শাড়ি বা পোশাক তো মুডের সঙ্গে মিলিয়ে পরারও একটি বিষয়। আবার খুব কমবয়সী নন, এমন কেউ হয়তো একটু ছিমছাম একটা সিগনেচার স্টাইল স্টেটমেন্ট চাচ্ছেন নিজের। সেক্ষেত্রে একেকটি রঙের রাধা শাড়ি বেছে নিতে পারেন তিনি অনায়াসে। এদিকে বান্ধবীরা মিলে একই রঙের এই শাড়ি পরতে পারেন যেকোনো উৎসবে বা বিশেষ দিনে'।

সিগনেচার স্টাইল স্টেটমেন্ট  দিতে পারে নানা রঙের রাধা শাড়ি
সিগনেচার স্টাইল স্টেটমেন্ট দিতে পারে নানা রঙের রাধা শাড়ি

প্রতিবেদকের তো সবগুলো রাধা শাড়িই পরতে ইচ্ছে হচ্ছিল ছবিগুলো দেখতে দেখতে। মিনিমালিজমই আসলে মাঝে মাঝে বেশি টানে খুব লাউড কিছুর চেয়ে। আর মনোক্রোম এই শাড়িগুলো যে শতসহস্র কায়দায় আর বিভিন্ন অনুষঙ্গ সহযোগে কতভাবে স্টাইলিং করা যাবে, সে ভাবনা পাঠকের ওপরেই বরং ছেড়ে দেওয়া যাক।

ছবি: পটের বিবি

ফটোগ্রাফি: রোয়েনা রাসনাত

মডেল: নিশা ও জিসা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১৪: ৫৮
বিজ্ঞাপন