শ্রীদেবী-তনয়া জাহ্নবী কাপুর অভিনয় জগতের সঙ্গে সঙ্গে ফ্যাশন দুনিয়াতেও সমান আলো ছড়াচ্ছেন। প্যারিস কতুর উইকে উজ্জ্বল উপস্থিতির পর ২০২৫ সালের ইন্ডিয়া কতুর উইকে চোখ ধাঁধালেন তিনি তরুণ ডিজাইনার জয়ন্তী রেড্ডির শো স্টপার হয়ে। তাজ প্যালেসে অনুষ্ঠিত, ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়ার আয়োজনে এই বর্ণাঢ্য ফ্যাশন উৎসবের ৬ষ্ঠ দিনের সমস্ত লাইমলাইট তিনিই টেনে নিয়েছেন নিজের দিকে। বলা যায়, 'রিক্লেইমড অপুলেন্স' নামের এই কোয়ায়েট লাক্সারি কালেকশনের র্যাম্পে আজকের রাতটি জাহ্নবীরই।
ছবি: ইন্সটাগ্রাম