র‍্যাম্পে আজকের রাতটি শুধুই জাহ্নবীর
শেয়ার করুন
ফলো করুন

শ্রীদেবী-তনয়া জাহ্নবী কাপুর অভিনয় জগতের সঙ্গে সঙ্গে ফ্যাশন দুনিয়াতেও সমান আলো ছড়াচ্ছেন। প্যারিস কতুর উইকে উজ্জ্বল উপস্থিতির পর ২০২৫ সালের ইন্ডিয়া কতুর উইকে চোখ ধাঁধালেন তিনি তরুণ ডিজাইনার জয়ন্তী রেড্ডির শো স্টপার হয়ে। তাজ প্যালেসে অনুষ্ঠিত, ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়ার আয়োজনে এই বর্ণাঢ্য ফ্যাশন উৎসবের ৬ষ্ঠ দিনের সমস্ত লাইমলাইট তিনিই টেনে নিয়েছেন নিজের দিকে। বলা যায়, 'রিক্লেইমড অপুলেন্স' নামের এই কোয়ায়েট লাক্সারি কালেকশনের র‍্যাম্পে আজকের রাতটি জাহ্নবীরই।

১/১০
ইন্ডিয়া কতুর উইকের র‍্যাম্পে চোখ ধাঁধালেন জাহ্নবী কাপুর লেহেঙ্গার লুকে
ইন্ডিয়া কতুর উইকের র‍্যাম্পে চোখ ধাঁধালেন জাহ্নবী কাপুর লেহেঙ্গার লুকে
বিজ্ঞাপন
২/১০
রিক্লেইমড অপুলেন্স কালেকশনের এই কোয়ায়েট লাক্সারি ট্র্যাডিশনাল পিসটি তরুণ ডিজাইনার জয়ন্তী রেড্ডির
রিক্লেইমড অপুলেন্স কালেকশনের এই কোয়ায়েট লাক্সারি ট্র্যাডিশনাল পিসটি তরুণ ডিজাইনার জয়ন্তী রেড্ডির
বিজ্ঞাপন
৩/১০
জয়ন্তীর শোয়ের শো স্টপার হয়েছেন এই সুন্দরী কাপুরকন্যা প্যাস্টেল পিচ কারুকার্যময় লেহেঙ্গায়
জয়ন্তীর শোয়ের শো স্টপার হয়েছেন এই সুন্দরী কাপুরকন্যা প্যাস্টেল পিচ কারুকার্যময় লেহেঙ্গায়
৪/১০
লেহেঙ্গার সঙ্গে ওড়নাটি ট্রেইনের মতো নেমে গিয়েছে পেছনে। শাড়ি লেহেঙ্গাও বলা যায় ড্রেপিং দেখে
লেহেঙ্গার সঙ্গে ওড়নাটি ট্রেইনের মতো নেমে গিয়েছে পেছনে। শাড়ি লেহেঙ্গাও বলা যায় ড্রেপিং দেখে
৫/১০
লেহেঙ্গার চোলিটির পেছনে চৌকো কাট। স্লিভসের সঙ্গে যুক্ত করা হয়েছে কয়েকটি পাথরের লহর।
লেহেঙ্গার চোলিটির পেছনে চৌকো কাট। স্লিভসের সঙ্গে যুক্ত করা হয়েছে কয়েকটি পাথরের লহর।
৬/১০
সামনে ডিপনেকের সঙ্গে নজরকাড়া সাদা পাথর আর পান্নার চোকা্র ও কানপাশা দেখা যাচ্ছে। গয়নার ডিজাইনার কৃষ্ণা দাস।
সামনে ডিপনেকের সঙ্গে নজরকাড়া সাদা পাথর আর পান্নার চোকা্র ও কানপাশা দেখা যাচ্ছে। গয়নার ডিজাইনার কৃষ্ণা দাস।
৭/১০
ভেইলটি শিয়ার ফেব্রিকের। বর্ডারে পাথর আর ঝালর লেইসের কাজ।
ভেইলটি শিয়ার ফেব্রিকের। বর্ডারে পাথর আর ঝালর লেইসের কাজ।
৮/১০
সেমি গ্লসি ফিনিশের মেক ওভার দেখা যাচ্ছে। ন্যুড লিপকালার আর হালকা ব্লাশ অনের ব্যবহার লক্ষ্যনীয়। চোখের সাজে ড্রামা রাখা হয়নি কোনো। আর তাতেই মোহনীয় লাগছেন জাহ্নবী
সেমি গ্লসি ফিনিশের মেক ওভার দেখা যাচ্ছে। ন্যুড লিপকালার আর হালকা ব্লাশ অনের ব্যবহার লক্ষ্যনীয়। চোখের সাজে ড্রামা রাখা হয়নি কোনো। আর তাতেই মোহনীয় লাগছেন জাহ্নবী
৯/১০
মারমেইড সিলোয়েট রাখা হয়েছে এই লেহেঙ্গায়
মারমেইড সিলোয়েট রাখা হয়েছে এই লেহেঙ্গায়
১০/১০
সব মিলিয়ে জমকালো লুকে র‍্যাম্পে আজ রাতটি শুধুই জাহ্নবীর।
সব মিলিয়ে জমকালো লুকে র‍্যাম্পে আজ রাতটি শুধুই জাহ্নবীর।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৯: ৩৫
বিজ্ঞাপন