জার্সি-ঝড়
শেয়ার করুন
ফলো করুন

ফিফা ফুটবল ওয়েভ কালেকশন

ছবি: সেইলর
ছবি: সেইলর

ফ্যাশন হাউস সেইলর জার্সি ডিজাইন থেকে বেরিয়ে একটু ভিন্নভাবে হাঁটতে চেয়েছেন। ফুটবলপ্রেমীদের জন্য তারা ‘ফিফা ফুটবল ওয়েভ ২০২২’ কালেকশন নিয়ে এসেছে। কালেকশনটি সব বয়সীদের জন্য। ছেলেদের ফিফা ফুটবল ওয়েভ সংগ্রহে আছে ফ্যান টি–শার্ট, সিকুয়েন্স টি–শার্ট ও জ্যাকেট।

ছবি: সেইলর
ছবি: সেইলর

এর মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, পর্তুগালের বিভিন্ন খেলোয়াড়, পতাকা ও বিশ্বকাপ ফুটবল থিমে ডিজাইন করা হয়েছে পোশাক। মেয়েদের কালেকশনে আছে বিশ্বকাপ ফুটবল থিমের লং টপ ও টি–শার্ট। ফুটবলপ্রেমীদের বিশ্বকাপ ফুটবল উদ্‌যাপনে শামিল হতে কালেকশনটি ডিজাইন করা হয়েছে।

ছবি: সেইলর
ছবি: সেইলর

ভিন্নধর্মী জার্সি

ছবি: ক্লাবহাউস
ছবি: ক্লাবহাউস

ফ্যাশন ব্র্যান্ড ক্লাবহাউস প্রথমবারের মতো জার্সি তৈরি করেছে। বাংলাদেশে ফুটবলের ফ্যানবেজ বুঝে ব্রাজিল ও আর্জেন্টিনা—এ দুই দলের ফ্যান-জার্সি ডিজাইন করেছে তারা। তবে সবাই চায় ভিন্নধর্মী কিছু করতে। সেই লক্ষ্যে তারা আরেকটি নতুন ডিজাইনের জার্সি নিয়ে এসেছে। অর্ধেক আর্জেন্টিনা, অর্ধেক ব্রাজিলের পতাকার আদলে তৈরি হয়েছে এই নতুন জার্সি।

ছবি: ক্লাবহাউস
ছবি: ক্লাবহাউস

জার্সির সামনের অংশে রয়েছে মেসি ও নেইমারের বন্ধুত্বপূর্ণ ছবি। মজার বিষয় হলো জার্সির পেছনে লেখা রয়েছে, মেসমার। যার অর্থ মেসি ও নেইমার। ক্লাবহাউস এই জার্সির নাম দিয়েছে ‘ফ্রেন্ডশিপ জার্সি’। যাঁরা এখনো বুঝে উঠতে পারছেন না কোন দলে ভিড়বেন, তাঁরা কিন্তু চোখ বন্ধ করে ফ্রেন্ডশিপ জার্সি বেছে নিতে পারেন।

ছবি: ক্লাবহাউস
ছবি: ক্লাবহাউস
বিজ্ঞাপন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ১২: ৪৬
বিজ্ঞাপন