এই ৮ লুক দেখে আপনিই বলুন এবার গোল্ডেন গ্লোবসের সবচেয়ে ডেয়ারিং আউটফিট কোনটি
শেয়ার করুন
ফলো করুন

গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসের রেড কার্পেট যেন ফ্যাশন রানওয়ে হয়ে উঠেছিল এবার। সিনেমায় শ্রেষ্ঠত্বের উদযাপনের সঙ্গে সঙ্গে ডেয়ারিং সব লুকে রীতিমতো চমকে দিয়েছেন জেনিফার লরেন্স, জেনিফার লোপেজ আর জেনা ওর্টেগার মতো তারকারা। জুলিয়া রবার্টস বা এমা স্টোনকে এমন লুকে দেখে ভক্তরা মুগ্ধ আর অবাক দুইই হয়েছেন। এদিকে রেড কার্পেটে লাইমলাইট কেড়েছেন টিয়ানা টেইলরের মতো আবেদনময় তারকারা। বর্ণাঢ্য এই অনুষ্ঠানের রাতে ঝলমলে তারকাদের এই ১০ লুক দেখে আপনিই বলুন কোনটি এর মাঝে সেরা।

জেনিফার লরেন্স

১/১৬
এরকম নেকেড আউটফিটে কমই দেখা যায় জেনিফার লরেন্সকে
এরকম নেকেড আউটফিটে কমই দেখা যায় জেনিফার লরেন্সকে
বিজ্ঞাপন
২/১৬
জিভঁশির এই ফুলেল শিয়ার ড্রেসে চমক দিয়েছেন তিনি
জিভঁশির এই ফুলেল শিয়ার ড্রেসে চমক দিয়েছেন তিনি
বিজ্ঞাপন

জেনিফার লোপেজ 

৩/১৬
জা লুই শেরের লেবেলের এই নেকেড গাউনে জেনিফার লোপেজ পেয়েছেন মিশ্র প্রতিক্রিয়া
জা লুই শেরের লেবেলের এই নেকেড গাউনে জেনিফার লোপেজ পেয়েছেন মিশ্র প্রতিক্রিয়া
৪/১৬
মেহেদীর নকশার আদলে ডিজাইন করা গাউনটি দারুণ মানিয়েছে অবশ্য জেলোর দারুণ ফিগারে
মেহেদীর নকশার আদলে ডিজাইন করা গাউনটি দারুণ মানিয়েছে অবশ্য জেলোর দারুণ ফিগারে

টিয়ানা টেইলর

৫/১৬
পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে রেড কার্পেটেও সীপ্তি ছড়িয়েছেন টিয়ানা টেইলর স্ক্যাপারেল্লির কালো স্যাটিনের স্ট্রাকচার্ড কাটআউট  গাউনে
পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে রেড কার্পেটেও সীপ্তি ছড়িয়েছেন টিয়ানা টেইলর স্ক্যাপারেল্লির কালো স্যাটিনের স্ট্রাকচার্ড কাটআউট গাউনে
৬/১৬
ব্যাকসাইডে বিজো-এর সিলভার রাইনস্টোন থং দৃশ্যমান রেখে ড্রেসকোডকে চ্যালেঞ্জ করেছেন টিয়ানা, বলতেই হয়
ব্যাকসাইডে বিজো-এর সিলভার রাইনস্টোন থং দৃশ্যমান রেখে ড্রেসকোডকে চ্যালেঞ্জ করেছেন টিয়ানা, বলতেই হয়

কাইলি জেনার

৭/১৬
কাইলি জেনার আলো ছড়িয়েছেন আশি স্টুডিওর কলাম ড্রেসের ভরপুর সিকুইনে
কাইলি জেনার আলো ছড়িয়েছেন আশি স্টুডিওর কলাম ড্রেসের ভরপুর সিকুইনে
৮/১৬
মাল্টিপল স্ট্র্যাপের ড্রেসটি অত্যন্ত আবেদনময় লুক দিয়েছে কাইলিকে
মাল্টিপল স্ট্র্যাপের ড্রেসটি অত্যন্ত আবেদনময় লুক দিয়েছে কাইলিকে

জুলিয়া রবার্টস

৯/১৬
প্রিটী উইম্যান জুলিয়া মানেই সিগনেচার হাসির ফেসকার্ড হলেও আরমানি প্রিভের সিল্ক ভেলভেট গাউনের গভীর ভি নেকলাই নজর কাড়ছে বেশ
প্রিটী উইম্যান জুলিয়া মানেই সিগনেচার হাসির ফেসকার্ড হলেও আরমানি প্রিভের সিল্ক ভেলভেট গাউনের গভীর ভি নেকলাই নজর কাড়ছে বেশ
১০/১৬
ইডিলিয়ার সোয়ারভস্কি ক্রিস্টালের স্ট্রবেরি পেনড্যান্ট বাড়িয়ে দিয়েছে আকর্ষণ
ইডিলিয়ার সোয়ারভস্কি ক্রিস্টালের স্ট্রবেরি পেনড্যান্ট বাড়িয়ে দিয়েছে আকর্ষণ

জেনা ওর্টেগা 

১১/১৬
গথিক ভাইব ধরে রেখেছেন জেনা ওর্টেগা তাঁর দিলারা ফিন্সিকগলু লেবেলের কালো গাউনে
গথিক ভাইব ধরে রেখেছেন জেনা ওর্টেগা তাঁর দিলারা ফিন্সিকগলু লেবেলের কালো গাউনে
১২/১৬
ডেয়ারিং গাউনটির সাইড কাটআউট নজর কেড়েছে সবার
ডেয়ারিং গাউনটির সাইড কাটআউট নজর কেড়েছে সবার

এমা স্টোন 

১৩/১৬
লুই ভিতোঁর ক্রপড টপ আর ম্যাচিং মাখন-হলুদ ফ্রিঞ্জ স্কার্ট দেখতে নিরীহ হলেও এতে এমার দৃশ্যমান অ্যাবস দিয়েছে কিলার লুক
লুই ভিতোঁর ক্রপড টপ আর ম্যাচিং মাখন-হলুদ ফ্রিঞ্জ স্কার্ট দেখতে নিরীহ হলেও এতে এমার দৃশ্যমান অ্যাবস দিয়েছে কিলার লুক
১৪/১৬
শান্ত-শিষ্ট এমার জন্য এটি বেশ ডেয়ারিং লুকই বলা চলে
শান্ত-শিষ্ট এমার জন্য এটি বেশ ডেয়ারিং লুকই বলা চলে

লিসা

১৫/১৬
পুরোপুরি শিয়ার ফেব্রিকে তৈরি লিসার পরনে এই জ্যাকুমুস কালো গাউনের ওপরের অংশ
পুরোপুরি শিয়ার ফেব্রিকে তৈরি লিসার পরনে এই জ্যাকুমুস কালো গাউনের ওপরের অংশ
১৬/১৬
আকর্ষণ আর গ্রেসের পারফেক্ট মিশেল বলা যায় এই স্বচ্ছ গাউনটিকে
আকর্ষণ আর গ্রেসের পারফেক্ট মিশেল বলা যায় এই স্বচ্ছ গাউনটিকে
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৮: ২৮
বিজ্ঞাপন