
গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসের রেড কার্পেট যেন ফ্যাশন রানওয়ে হয়ে উঠেছিল এবার। সিনেমায় শ্রেষ্ঠত্বের উদযাপনের সঙ্গে সঙ্গে ডেয়ারিং সব লুকে রীতিমতো চমকে দিয়েছেন জেনিফার লরেন্স, জেনিফার লোপেজ আর জেনা ওর্টেগার মতো তারকারা। জুলিয়া রবার্টস বা এমা স্টোনকে এমন লুকে দেখে ভক্তরা মুগ্ধ আর অবাক দুইই হয়েছেন। এদিকে রেড কার্পেটে লাইমলাইট কেড়েছেন টিয়ানা টেইলরের মতো আবেদনময় তারকারা। বর্ণাঢ্য এই অনুষ্ঠানের রাতে ঝলমলে তারকাদের এই ১০ লুক দেখে আপনিই বলুন কোনটি এর মাঝে সেরা।















