গত কয়েক বছরে দেশে অনলাইনে ফ্যাশন উদ্যোক্তাদের বেশ কিছু সংগঠন ও প্ল্যাটফর্ম গড়ে উঠেছে। তবে এর মধ্যে উদ্যোক্তা ও ক্রেতা—উভয়ের আস্থা অর্জন করা প্ল্যাটফর্মের মধ্যে উল্লেখযোগ্য ‘গো দেশি’।
‘এটা এমন একটা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা দেশি ব্র্যান্ডগুলোকে মানুষের কাছে জনপ্রিয় করতে চাই। আমাদের স্থানীয় ফ্যাশন পণ্য আসলে সেভাবে প্রদর্শিত হচ্ছে না এবং সবার কাছে পৌঁছাচ্ছে না। আমাদের লক্ষ্যই হচ্ছে এসব দেশি ব্র্যান্ডকে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং জনপ্রিয় করে তোলা,’ বলেছেন গো দেশির প্রধান সাবেরা আনোয়ার।
এবারই প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে দিনব্যাপী সামিট। এর ঢাকার গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এ সামিটের নাম দেওয়া হয়েছে ‘ওয়ান্ডারপ্রনর সামিট ২০২৩’।
এ প্রসঙ্গে সাবেরা বলেন, ‘ওয়ান্ডার মানে ‘জাদুকরি’ বা চমকপ্রদ কিছু । আর অন্টরপ্রনর অর্থ ‘উদ্যোক্তা’। দুই শব্দ মিলিয়ে এই সামিটের বুদ্ধিদীপ্ত নাম দেওয়া হয়েছে। এখানে গো দেশির উদ্যোক্তারা তাঁদের আইডিয়া শেয়ার করবেন সবার সঙ্গে। উদ্ভাবনী ক্ষমতার উদ্ভাস ঘটাবেন, অভিজ্ঞতা জানাবেন, শিখবেন ও শেখাবেন। আর আনন্দ করবেন সবাই মিলে।’
এদিন ডিজাইনার আর উদ্যোক্তাদের মেলা বসবে বলে আশা করছেন গো দেশির সঙ্গে সংশ্লিষ্ট সবাই। যোগ দিতে পারবেন যেকোনো নারী উদ্যোক্তা।
‘আমাদের দেশীয় উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে তুলতে চায় গো দেশি। তাহলে তাঁদের পণ্য বৈশ্বিক বাজারে বিপণন করতে সক্ষম হবেন,’ অভিমত সাবেরার।
গো দেশির সঙ্গে যুক্ত উদ্যোক্তাদের শতভাগ দেশি ডিজাইন ও উপকরণে দেশেই তৈরি পণ্য নিয়ে একটি আউটলেট আছে বনানীতে। এবার গো দেশির বিপণন ওয়েবসাইট উন্মোচিত হতে যাচ্ছে এই সামিটে।
সামিটের মূল উদ্দেশ্য সম্পর্কে সাবেরা বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে, উদ্যোক্তাদের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করা, মেন্টরদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, তাঁদের সমস্যা আর প্রতিকূলতার কথা শোনা ও মেন্টরদের পরামর্শ নিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া।’
এই সামিটে নানা বিষয় নিয়েই কথা হবে। এমনকি ডিজাইনের ধারণা, ডিজাইনের বাস্তবায়ন, উদ্ভাবনী ক্ষমতার প্রয়োগ, একটা আইডিয়াকে ডিজাইনে রূপান্তরিত বিষয়গুলোতেও আলোকপাত করা হবে।
এখানে বাংলাদেশের নামকরা ডিজাইনাররা আসবেন। যাঁদের সঙ্গে উদ্যোক্তাদের সরাসরি কথা হবে প্যানেল আলোচনায়। এদিন প্রধান বক্তা হিসেবে থাকবেন মিস শ্যানন মিলার, যিনি বিশ্বখ্যাত ফুয়াশন বুলগারির যুক্তরাষ্ট্র ও কানাডার ই-কমার্সপ্রধান। এফ কমার্স বা ফেসবুক কমার্স থেকে বেরিয়ে বড় পরিসরে ই-কমার্সের জগতে পা রাখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলেও জানানো হয়েছে। দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার আসবেন। আর সেই সঙ্গে থাকছে নিজস্ব কিছু পরিবেশনা। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানও থাকছে।
ছবি: গো দেশি