ভারতের নয়া দিল্লীর বসন্ত কুঞ্জে 'দ্য গ্র্যান্ড'-এ চলছে ভারতের সবচেয়ে বড় ও প্রধান ফ্যাশন ইভেন্ট। ল্যাকমে ফ্যাশন উইকের কথাই হচ্ছে। ভারতের এফডিসিআই বা ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়ার সঙ্গে ল্যাকমের এই যৌথ আয়োজনের দিকে নজর এখন বিশ্বের সব ফ্যাশনপ্রেমী মানুষের।এ বছরের ফ্যাশন উইকে টেকসই ও পরিবেশবান্ধব ফ্যাশনের কথা বলা হচ্ছে বেশি। আর সেই সঙ্গে ভূগোলকের এইদিকের ফ্যাশন জগতের অন্তর্ভুক্তিমূলক ও সর্বজনীন দিকটিকে জোর দিয়ে ফুটিয়ে তোলার সচেতন প্রয়াস চোখে পড়ছে এখানকার বিশিষ্ট ডিজাইনারদের কালেকশন ও ফ্যাশন র্যাম্পে। তবে বলাই বাহুল্য, বলিউড ডিভারাই এখানে লাইমলাইটে। ৬০ পার করা বিখ্যাত মডেল ও অভিনেত্রী সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে হালের ক্রেজ শর্বরী ওয়াগ ল্যাকমে ফ্যাশন উইকের র্যাম্প মাতাচ্ছেন রীতিমতো। রয়েছেন যেমন ব্যক্তিত্বপূর্ণ মঞ্চ উপস্থিতি দিয়ে সবাইকে মুগ্ধ করা চরিত্রাভিনেত্রী শেফালি শাহ, তেমনি গ্ল্যামারগার্ল ডায়ানা পেন্টিকেও দেখা যাচ্ছে চোখধাঁধানো সাজপোশাকে। চলুন তবে দেরি না করে এই চারদিনে ল্যাকমে ফ্যাশন উইক মাতানো বলিউড ডিভাদের লুকগুলো দেখে নিই।
ছবি: ল্যাকমে ফ্যাশন উইকের ইন্সটাগ্রাম