১২ বলিউড ডিভার র‍্যাম্প ওয়াকে মাতোয়ারা ল্যাকমে ফ্যাশন উইক
শেয়ার করুন
ফলো করুন

ভারতের নয়া দিল্লীর বসন্ত কুঞ্জে 'দ্য গ্র্যান্ড'-এ চলছে ভারতের সবচেয়ে বড় ও প্রধান ফ্যাশন ইভেন্ট। ল্যাকমে ফ্যাশন উইকের কথাই হচ্ছে। ভারতের এফডিসিআই বা ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়ার সঙ্গে ল্যাকমের এই যৌথ আয়োজনের দিকে নজর এখন বিশ্বের সব ফ্যাশনপ্রেমী মানুষের।এ বছরের ফ্যাশন উইকে টেকসই ও পরিবেশবান্ধব ফ্যাশনের কথা বলা হচ্ছে বেশি। আর সেই সঙ্গে ভূগোলকের এইদিকের ফ্যাশন জগতের অন্তর্ভুক্তিমূলক ও সর্বজনীন দিকটিকে জোর দিয়ে ফুটিয়ে তোলার সচেতন প্রয়াস চোখে পড়ছে এখানকার বিশিষ্ট ডিজাইনারদের কালেকশন ও ফ্যাশন র‍্যাম্পে। তবে বলাই বাহুল্য, বলিউড ডিভারাই এখানে লাইমলাইটে। ৬০ পার করা বিখ্যাত মডেল ও অভিনেত্রী সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে হালের ক্রেজ শর্বরী ওয়াগ ল্যাকমে ফ্যাশন উইকের র‍্যাম্প মাতাচ্ছেন রীতিমতো। রয়েছেন যেমন ব্যক্তিত্বপূর্ণ মঞ্চ উপস্থিতি দিয়ে সবাইকে মুগ্ধ করা চরিত্রাভিনেত্রী শেফালি শাহ, তেমনি গ্ল্যামারগার্ল ডায়ানা পেন্টিকেও দেখা যাচ্ছে চোখধাঁধানো সাজপোশাকে। চলুন তবে দেরি না করে এই চারদিনে ল্যাকমে ফ্যাশন উইক মাতানো বলিউড ডিভাদের লুকগুলো দেখে নিই।

১/১২
মেঘা বানসালের এই অফ দ্য শোল্ডার টপের প্যাস্টেল শেডের মভ ও লাতের মিশেলের লেহেঙ্গায় টিয়ার্ড ডিজাইন আছে ঘেরে। শিল্পা শেঠিকে লাগছে অপ্সরীর মতো।
মেঘা বানসালের এই অফ দ্য শোল্ডার টপের প্যাস্টেল শেডের মভ ও লাতের মিশেলের লেহেঙ্গায় টিয়ার্ড ডিজাইন আছে ঘেরে। শিল্পা শেঠিকে লাগছে অপ্সরীর মতো।
বিজ্ঞাপন
২/১২
হালের আলোচিত বলিউড ডিভা শোভিতা ধুলিপালা পরেছেন পুনিত বালানার কালো নেট ও সিকুইনের লেহেঙ্গা
হালের আলোচিত বলিউড ডিভা শোভিতা ধুলিপালা পরেছেন পুনিত বালানার কালো নেট ও সিকুইনের লেহেঙ্গা
বিজ্ঞাপন
৩/১২
সামান্ত চৌহানের রিক্রিয়েট করা ব্রাইডাল ওয়্যারে দিয়া মীর্জা
সামান্ত চৌহানের রিক্রিয়েট করা ব্রাইডাল ওয়্যারে দিয়া মীর্জা
৪/১২
তারা সুতারিয়া পরেছেন আউইগ্না বাই বর্ষা অ্যান্ড ঋতুর প্যাস্টেল শেডের  লেহেঙ্গা
তারা সুতারিয়া পরেছেন আউইগ্না বাই বর্ষা অ্যান্ড ঋতুর প্যাস্টেল শেডের লেহেঙ্গা
৫/১২
সংযুক্তা দত্তের লাল শাড়িতে ৬০ পার করা সঙ্গীতা বিজলানির দিক থেকে চোখ ফেরানো দায়
সংযুক্তা দত্তের লাল শাড়িতে ৬০ পার করা সঙ্গীতা বিজলানির দিক থেকে চোখ ফেরানো দায়
৬/১২
শর্বরী ওয়াগের নজরকাড়া আউটফিটটি পংকজ অ্যান্ড নিধির
শর্বরী ওয়াগের নজরকাড়া আউটফিটটি পংকজ অ্যান্ড নিধির
৭/১২
১৭ঃ১৭ বাই সিম্মি সাবুর ব্রঞ্জ রঙা লেহেঙ্গা পরেছেন সোহা আলী খান
১৭ঃ১৭ বাই সিম্মি সাবুর ব্রঞ্জ রঙা লেহেঙ্গা পরেছেন সোহা আলী খান
৮/১২
ঊর্মিল অফিসিয়ালের সোনালি লেহেঙ্গায় ঝলমল করছেন কারিশমা কাপুর
ঊর্মিল অফিসিয়ালের সোনালি লেহেঙ্গায় ঝলমল করছেন কারিশমা কাপুর
৯/১২
রিধিমা কাপুর শুধু সোনম কাপুরের বোন নন, বরং বলিউডের বিখ্যাত সেলিব্রিটি স্টাইলিস্টও। তিনি পরেছেন মনীষা জয়সিংয়ের বেগুনি অফ দ্য শোল্ডার কাতান গাউন
রিধিমা কাপুর শুধু সোনম কাপুরের বোন নন, বরং বলিউডের বিখ্যাত সেলিব্রিটি স্টাইলিস্টও। তিনি পরেছেন মনীষা জয়সিংয়ের বেগুনি অফ দ্য শোল্ডার কাতান গাউন
১০/১২
আব্রাহাম অ্যান্ড ঠাকুরের ডিজাইন করা শাড়িতে শেফালি শাহ। এটি ফেলে দেওয়া সিডি আর ডাস্টবিন ব্যাগ দিয়ে তৈরি
আব্রাহাম অ্যান্ড ঠাকুরের ডিজাইন করা শাড়িতে শেফালি শাহ। এটি ফেলে দেওয়া সিডি আর ডাস্টবিন ব্যাগ দিয়ে তৈরি
১১/১২
কালকির লেহেঙ্গায় শ্রদ্ধা কাপুর। জমকালো কারুকাজ করা পোশাকটি শ্যাম্পেন রঙের।
কালকির লেহেঙ্গায় শ্রদ্ধা কাপুর। জমকালো কারুকাজ করা পোশাকটি শ্যাম্পেন রঙের।
১২/১২
রোমা আগারওয়ালের লেহেঙ্গা পরেছেন ডায়ানা পেন্টি। প্যাস্টেল মভ শেডে ফুলেল ডিজাইন নজর কাড়ছে ঘের জুড়ে
রোমা আগারওয়ালের লেহেঙ্গা পরেছেন ডায়ানা পেন্টি। প্যাস্টেল মভ শেডে ফুলেল ডিজাইন নজর কাড়ছে ঘের জুড়ে

ছবি: ল্যাকমে ফ্যাশন উইকের ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১৫: ১৪
বিজ্ঞাপন