বৃষ্টি বৃষ্টি ভেজা ফুল, কখনো ধূসর নীল আবার কখনো উজ্জ্বল নীল আকাশ, সুবাসিত বাতাস আমাদের মোহিত করে, শিহরিত করে। প্রকৃতিতে থাকে সবুজের সমারোহ। সবুজ আর নীল রং মিলে তৈরি করে বিশেষ আমেজ। ব্যস্ত নগরীও যেন হাঁফ ছেড়ে বাঁচে বৃষ্টির স্পর্শে। বর্ষায় কখনও আকাশ কালো করা ঘন মেঘের আনাগোনা আবার কখনও ঝরঝর বৃষ্টি। তাই বলে সারাদিন ঘরে বসে থাকা যায় না। প্রয়োজনে, কাজে-কর্মে ঘরের বাইরে যেতেই হয়।
বর্ষায় বৃষ্টির সঙ্গে এবছর যোগ হয়েছে ভ্যাপসা গরম, নাভিশ্বাস ওঠা আর্দ্রতা। ঋতুর এই বেখেয়ালিপনাও কে ক্র্যাফটের বর্ষার পোশাকে বিশেষ গুরুত্ব পেয়েছে। তৈরি করা হয়েছে সময় উপযোগি স্বস্তিদায়ক পোশাক। কালেকশনটিতে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ও শিশুদের পোশাক। পুরো পরিবারের জন্য মিলিয়ে পরার পোশাকও থাকবে।
বর্ষাকালের জন্য উপযোগী কটন, ভয়েল, হাফ সিল্ক কাপড় ব্যবহার করা হয়েছে পোশাক গুলোতে। কাজের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে স্ক্রিন প্রিন্ট, টাই এন্ড ডাই, মেশিন ও হাতের এম্ব্রয়ডারি। বেছে নেয়া হয়েছে সাদা, নীল, আকাশী, পেস্ট সবুজ, ধুসর রংয়ের নানান শেড।
এবারের বর্ষার পোশাক কালেকশন এখন পাওয়া যাচ্ছে কে ক্র্যাফটের সকল আউটলেট ও অনলাইন ষ্টোর kaykraft.com-এ। এছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে ।
ছবি: কে ক্র্যাফট